Vaibhav Suryavanshi: বৈভবের স্বপ্নপূরণ! বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ পেলেন ১৪ বছরের তারকা, দলে বিরাট চমক
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Vaibhav Sooryavanshi: স্বপ্নপূরণ হল বৈভবের, আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ পেলেন ভারতের এই শিশু তারকা ক্রিকেটার। কারা সুযোগ পেলেন ৫০ ওভারের ছোটদের দলে?
advertisement
1/5

স্বপ্নপূরণ হল বৈভবের, আসন্ন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ পেলেন ভারতের এই শিশু তারকা ক্রিকেটার।
advertisement
2/5
সম্প্রতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতীয় দলে সুযগ পেয়ে ১৭১ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন, সেই সঙ্গে বিজয় হাজারে ট্রফিতে বিহারের হয়ে ৮৪ বলে ১৯০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে সুযোগ পেতে চলেছেন বৈভব।
advertisement
3/5
আগে আইপিএলে নজর খেলে সকলের নজর কাড়েন বৈভব সূর্যবংশী। এবার বিশ্বকাপের মঞ্চে সফল হলে বড়দের দলে খেলার সুযোগ মিলতে পারে বৈভবের কাছে।
advertisement
4/5
এবারের ছোটদের বিশ্বকাপে ভারতের গ্রুপে রয়েছে বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং আমেরিকা।
advertisement
5/5
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতীয় দলে থাকছেন: আয়ুষ মাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্রা (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, অ্যারন জর্জ (সহ-অধিনায়ক), বেদান্ত ত্রিবেদী, অভিজ্ঞান কুন্ডু (উইকেটকিপার), হরবংশ সিংহ (উইকেটকিপার), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, খিলান পটেল, মহম্মদ এনান, হেনিল পটেল, দীপেশ দেবেন্দ্রন, কিশান সিংহ, উদ্ধব মোহন।