Vaibhav Suryavanshi: ৬-৬-৬-৬-৪-৪-৪-৪, বিশ্বকাপে ফের বড় কান্ড ঘটালেন বৈভব সূর্যবংশী
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Vaibhav Suryavanshi: গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক করে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সুপার সিক্সে পৌছেছে ভারতীয় দল। আর পরবর্তী রাউন্ডেও নিজের বিধ্বংসী ফর্ম জারি রাখলেন বৈভব সূর্যবংশী।
advertisement
1/5

গ্রুপ পর্বে জয়ের হ্যাটট্রিক করে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সুপার সিক্সে পৌছেছে ভারতীয় দল। আর পরবর্তী রাউন্ডেও নিজের বিধ্বংসী ফর্ম জারি রাখলেন বৈভব সূর্যবংশী।
advertisement
2/5
জিম্বাবুয়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে টস হেসে ব্যাটিং করার সুযোগ পায় ভারত। ইনিংসের শুরু থেকেই নিজের মারকাটারি ব্যাটিং জারি রাখে ভারতীয় ক্রিকেটের নতুন ওয়ান্ডার বয়।
advertisement
3/5
ওপেনিং জুটিতে অ্যারন জর্জের সঙ্গে ৪৪ ও দ্বিতীয় উইকেটে আয়ূশ মাত্রের সঙ্গে ৫৬ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন বৈভব সূর্যবংশী। যা দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয়।
advertisement
4/5
একের পর এক জোখ ধাঁধামো শট ফ্যানেদের উপর হার দেন বৈভব সূর্যবংশী। মাত্র ২৪ বলে ২০০-র বেশি স্ট্রাইকরেটে বিশ্বকারে আরও একটি হাফ সেঞ্চুরি নিজের নামে করেন বৈভব।
advertisement
5/5
কিন্তু একাদশ তম ওভারে কিছুটা ছন্দ পতন হয়। ৩০ বলে ৫২ রানের ঝোডো ইনিংস খেলে আউট হন ১৪ বছরের ভারতের কিশোর তারকা। ৪টি ছয় ৪টি চারে সাজানে বৈভব সূর্যবংশীর এদিনের ইনিংস।