'একজনের কষ্টেও আরেকজনের মন গলছে না', কার উদ্দেশে এই 'লাভ লেটার' উর্বশীর!
- Published by:Suman Majumder
Last Updated:
Urvashi Rautela At Australia: একের পর এক ছবি। আর তাতে একের পর এক ক্যাপশন। উর্বশীর হলটা কী!
advertisement
1/5

হঠাত্ করেই অস্ট্রেলিয়া পৌঁছে গেলেন তিনি। এর আগে এশিয়া কাপের সময়ও উর্বশী রউতেলাকে দুবাইয়ের স্টেডিয়ামে দেখা গিয়েছিল। আর এবার তিনি অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপের আগে হাজির।
advertisement
2/5
একের পর এক ছবি, আর তার সঙ্গে একের পর এক ক্যাপশন লিখলেন উর্বশী। কার জন্য তাঁর এই পরোক্ষ লাভ লেটার লেখা!
advertisement
3/5
উর্বশী লিখলেন, আমি মনের কথা শুনলাম। মন আমাকে বলেছিল, চল অস্ট্রেলিয়া যাওয়া যাক।
advertisement
4/5
উর্বশী একটি ছবিতে উর্দু কবিতার পংক্তিও লিখলেন। সেখানে তিনি লিখেছেন- একজনের এত কষ্টেও আরেকজনের মন গলছে না.
advertisement
5/5
আরেকটি ছবিতে উর্বশী লিখেছেন- আয়না মনে হয় ঘুঁষ নিয়েছে। না হলে মনে কষ্ট থাকলেও মুখে হাসি দেখাচ্ছে কেন!