Dinesh Karthik: ধোঁকা দিয়েছে নিজের বউ, দীনেশ কার্তিক ছাড়াও তালিকায় আছেন দু'জন তারকা ক্রিকেটার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Dinesh Karthik: কার্তিক ছাড়াও দুজন তারকা ক্রিকেটার রয়েছেন, যাঁদের ধোঁকা দিয়েছেন তাঁদের বউ।
advertisement
1/5

ক্রিকেট কেরিয়ারের সব থেকে ভাল সময়ের মধ্যে রয়েছেন দীনেশ কার্তিক। এক কথায় অনেকেই এমন দাবি মেনে নেবেন। তবে জানেন কি, এই দীনেষ কার্তিক একটা সময় তাঁর স্ত্রীর জন্য হতাশায় ডুবে গিয়েছিলেন।
advertisement
2/5
দীনেশ কার্তিকের প্রথম পক্ষের স্ত্রীর নাম নীকিতা। তবে নীকিতা ধোঁকা দিয়েছিলেন দীনেশ কার্তিককে। একটা সময় প্রচণ্ড হতাশায় ডুবে যান কার্তিক। পরে অবশ্য স্কোয়াশ তারকা দীপিকা পাল্লিকেলকে বিয়ে করেন তিনি।
advertisement
3/5
দীনশ কার্তিকের স্ত্রী থাকাকালীন ভারতীয় দলের আরেক ক্রিকেটার মুরলী বিজয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন নীকিতা। দীর্ঘদিন স্ত্রীর এই সম্পর্কের কথা জানতেই পারেননি কার্তিক।
advertisement
4/5
ব্রেট লিও ভালবেসে ধোঁকা খেয়েছেন। লি-র প্রথম পক্ষের স্ত্রী একজন রাগবি খেলোয়াড়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তাঁর দাবি ছিল, ব্রেট লি ক্রিকেট নিয়ে সারাদিন ব্যস্ত থাকেন। পরিবারকে সময় দেন না।
advertisement
5/5
শ্রীলঙ্কার প্রাক্তন ওপেনার তিলকরত্নে দিলশানকে ধোঁকা দিয়েছিলেন তাঁর স্ত্রী। একটা সময় উপুল থরঙ্গার সঙ্গে ওপেন করতেন দিলশান। তাঁর স্ত্রী সেই থরঙ্গাকে বিয়ে করেন। দিলশানের স্ত্রী নিলঙ্কা বিথনগে থরঙ্গার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কে জড়িয়ে ছিলেন।