রানে ফিরেই জোড়া মাইলস্টোন সূর্যকুমার যাদবের, আত্মবিশ্বাস বাড়ল ভারত অধিনায়কের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Suryakumar Yadav: ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব রানে ফিরেই ফের নজির গড়লেন । নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তিনি ২২ বলে ৩২ রান করেন।
advertisement
1/5

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব রানে ফিরেই ফের নজির গড়লেন । নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে তিনি ২২ বলে ৩২ রান করেন। নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে সূর্যের ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছক্কা। যদিও এটি বড় কোনো ইনিংস ছিল না, তবুও এই ইনিংসটি ঐতিহাসিক হয়ে থাকবে তার কেরিয়ারের জন্য।
advertisement
2/5
এই ম্যাচেই সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি ক্রিকেটে ৯,০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। নিজের ৩৪৭তম টি-টোয়েন্টি ম্যাচে নামার আগে তার দরকার ছিল মাত্র ২৫ রান। ভারতের ইনিংসের ১০ম ওভারের চতুর্থ বলে নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধির বলে একটি চার মেরে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। এর মাধ্যমে তিনি বিরাট কোহলি, রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের পর চতুর্থ ভারতীয় হিসেবে এই তালিকায় নাম লেখালেন।
advertisement
3/5
ভারতীয় ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি। তিনি ৪১৪ ম্যাচে ১৩,৫৪৩ রান সংগ্রহ করেছেন। তার ঠিক পরেই রয়েছেন রোহিত শর্মা, যার সংগ্রহ ১২,২৪৮ রান। শিখর ধাওয়ান ৯,৭৯৭ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন। সূর্যকুমার যাদব বর্তমানে ৩২১ ইনিংসে ৯,০০৭ রান করে এই তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছেন।
advertisement
4/5
বিশ্ব ক্রিকেটের দিকে তাকালে দেখা যায়, টি-টোয়েন্টিতে সর্বাধিক রানের রেকর্ডটি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইলের দখলে। তিনি ৪৬৩ ম্যাচে ১৪,৫৬২ রান করেছেন। তার পরেই রয়েছেন কাইরন পোলার্ড ও ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। এই তালিকায় সূর্যকুমারের নাম যুক্ত হওয়া ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের বিষয়।
advertisement
5/5
এছাড়া, এই ম্যাচটি সূর্যকুমার যাদবের ১০০তম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। তিনি রোহিত শর্মা, বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার পর চতুর্থ ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়ক হিসেবে সূর্যের ভূমিকা নিয়ে ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা এখন আরও বেড়েছে।