ICC Champions Trophy 2025: ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির ঘোষিত দলে একাধিক বদল! শেষ মুহূর্তে কোন চমক? জানুন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Team India May Make Multiple Changes In ICC Champions Trophy 2025 Squad: ইতিমধ্যেই প্রতিযোগিতার আটটি দেশ তাদের প্রাথমিক দল ঘোষণা করে দিয়েছে। তবে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত সেই প্রাথমিক দলে বদল করার সুযোগ রয়েছে সকলের।
advertisement
1/6

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫। আট বছর পর ফিরছে আইসিসির এই মেগা ইভেন্ট। অপেক্ষায় বিশ্বজুড়ে ক্রিকেট ফ্যানেরা।
advertisement
2/6
ইতিমধ্যেই প্রতিযোগিতার আটটি দেশ তাদের প্রাথমিক দল ঘোষণা করে দিয়েছে। তবে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত সেই প্রাথমিক দলে বদল করার সুযোগ রয়েছে সকলের।
advertisement
3/6
যে সকল দেশের ঘোষিত প্রাথমিক দলে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তাদের মধ্যে অন্যতম হল ভারত। টিম ইন্ডিয়ার ঘোষিত দলে একাধিক বদল করার সম্ভাবনা রয়েছে।
advertisement
4/6
ভারতের প্রাথমিক দলে নাম রয়েছে জসপ্রীত বুমরাহের। তবে তার চোটের যে পরিস্থিতি তাতে খেলার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। তবে শেষ পর্যন্ত যদি চোট না সারে বুমরাহের বদলে দলে আসতে পারেন মহম্মদ সিরাজ।
advertisement
5/6
অপরদিকে, ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ৪ স্পিনার রয়েছে। সেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভাল খেলার পর ওডিআই সিরিজে সুযোগ পেয়েছেন বরুণ চক্রবর্তী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়াশিংটন সুন্দরের জায়গায় বরুণ চক্রবর্তী সুযোগ পেতে পারেন।
advertisement
6/6
এক ঝলকে দেখে নিন কেমন হতে পারে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর / বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ / মহম্মদ সিরাজ, মহম্মদ শামি, অর্শদীপ সিং, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা।