IND vs ENG: ফের বাদ রোহিত? ভারতীয় দলের ওপেনিংয়ে বড় বদল! আসন্ন ওডিআই সিরিজ নির্ধারণ করবে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC Champions Trophy 2025: চ্য়াম্পিয়ন্স ট্রফির আগে একাধিক বিষয় ভাবাচ্ছে ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে। তারমধ্যে সবথেকে উপরের দিকে রয়েছে ভারতীয় দলের ওপেনিং।
advertisement
1/6

টি-২০ সিরিজে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের ওডিআই সিরিজ। একদিনের সিরিজে দলে ফিরছেন সকল সিনিয়র প্লেয়াররা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেরা ফর্মে ফিরতে মরিয়া সকলেই।
advertisement
2/6
ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্ট্র্যাটেজি তৈরি করে নিতে পারেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। ভারতীয় কোচের কাছেও চাকরি বাঁচাতে চ্যাম্পিয়ন্স ট্রফি অগ্নিপরীক্ষা হতে চলেছে।
advertisement
3/6
তবে চ্য়াম্পিয়ন্স ট্রফির আগে একাধিক বিষয় ভাবাচ্ছে কোচকে। তারমধ্যে সবথেকে উপরের দিকে রয়েছে ভারতীয় দলের ওপেনিং। রোহিত-গিলদের অফ ফর্ম কাটিয়ে তারা ছন্দে ফিরবেন কিনা, ওপেনিংয়ে ডানহাতি-বাঁ হাতি কম্বিনেশন হবে কিনা, একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।
advertisement
4/6
ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রোহিত শর্মা ছন্দে থাকুক আর না থাকুক তার জায়গা ওপেনিংয়ে পাকা নিয়ে কোনও সংশয় নেই। এছাড়াও রয়েছে শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল। যারা সকলেই ওপেনিং করতে পারেন। গিল-রাহুলের তো অভিজ্ঞতাও রয়েছে ওডিআইতে ওপেনিংয়ের।
advertisement
5/6
এদের মধ্যে কেবল যশস্বী জয়সওয়ালের ওডিআই ক্রিকেটে এখনও অভিষেক হয়নি। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে রোহিত-যশস্বী জুটিতে গম্ভীর একবার পরীক্ষা করে দেখে নেন কিনা সেটাই দেখার।s
advertisement
6/6
তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, গত একদিনের বিশ্বকাপে রোহিত-গিল জুটি সাফল্য পেয়েছিল। অভিজ্ঞতা ও অতীত পারফরম্যান্সের নিরিখে আসন্ন একদিনের সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনিংয়ে তারাই এগিয়ে। ইংল্য়ান্ড সিরিজে রোহিত-গিল জুটি ব্যর্থ হলে তখন অন্য পরিকল্পনা করতে পারেন গম্ভীর।