TRENDING:

টি টোয়েন্টি বিশ্বকাপের দলে নাম উঠবে তো, ‘বড় দাদা’-রা ফ্লপ শো চালাচ্ছেন, নির্বাচকদের চোখ খোলা

Last Updated:
শনিবার অবধি প্রায় অর্ধেকের বেশি ৩৬ টি ম্যাচ খেলা হয়ে গেছে৷ স্টার ক্রিকেটারদের পারফরম্যান্সগ্রাফ দেখে মাথায় হাত!
advertisement
1/5
‘বড় দাদা’-রা ফ্লপ শো চালাচ্ছেন,টি টোয়েন্টি বিশ্বকাপের দলে নাম উঠবে তো?
#মুম্বই: আইপিএল ২০২২ (IPL 2022) ১০ টি দল খেলছে৷ এই কারণে লিগ পর্বে ম্যাচের সংখ্যা বেড়ে গেছে৷ মোট ৭০ লিগ রাউন্ডের খেলা হবে৷ শনিবার অবধি প্রায় অর্ধেকের বেশি ৩৬ টি ম্যাচ খেলা হয়ে গেছে৷ পয়েন্ট টেবল অনুযায়ি এখনও অবধি গুজরাত টাইটান্সের পারফরম্যান্স সবচেয়ে দারুণ৷ তারা ১২ পয়েন্টের সঙ্গে টেবলের এক নম্বরে রয়েছে৷ সানরাইজার্স হায়দরাবাদের পয়েন্ট ১০৷ তারা দু নম্বরে রয়েছে৷ মুম্বই ইন্ডিয়ান্স এখনও অবধি একটি ম্যাচও না জেতায় ১০ নম্বরে রয়েছে৷ খেতাব রক্ষার লড়াইতে নামা চেন্নাই সুপার কিংস ৭ ম্যাচের মধ্যে মাত্র ২ টি জিতেছে৷
advertisement
2/5
এদিকে টি টোয়েন্টির এই মিলিয়ন ডলার চ্যাম্পিয়নশিপে এখনও অবধি তারকা দলের মতো তারকা ক্রিকেটারদের পারফরম্যান্সও ফ্লপ শো৷ এই টুর্নামেন্টের ভিত্তিতে যদি অক্টোবর-নভেম্বরে হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপের দল নির্বাচন হয় তাহলে কার্যত হাতে হ্যারিকেন বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থদের৷ বিরাট ও রোহিত এখনও অবধি একটিও অর্ধশতরান করতে পারেননি৷ এদিকে জস বাটলার ৭ ম্যাচে ৩ টি শতরান করে ফেলেছেন৷
advertisement
3/5
এদিকে আরসিবি-র জার্সিতে বিরাট কোহলি এখনও অবধি ৮ টি ইনিংসে ১৭ গড়ে ১১৯ রান করেছে৷ শেষ দুটি ম্যাচে ২ টি গোল্ডেন ডাক রয়েছে৷ ৫ টি ইনিংসে মোট ১০ টি বলও খেলতে পারেননি৷ গত টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতের পারফরম্যান্স মোটেও ভাল নয়৷ ফলে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাই যে প্লেয়াররা ভাল পারফরম্যান্স করেছেন তাদের দিকেই নজর থাকবে নির্বাচকদের৷ এদিকে মহম্মদ সিরাজও বল হাতে নিষ্প্রভ তাই ৮ ম্যাচে মাত্র ৬ উইকেট নিয়েছেন৷
advertisement
4/5
মুম্বই ইন্ডিয়ান্স এবং ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা খারাপ ভাবে ফেল করেছেন৷ ৭ টি ম্যাচে ১৬ গড়ে ১১৪ রান করেছেন৷ তাঁর সর্বোচ্চ রান ৪১৷ ইশান কিষাণ প্রথম দুটি ম্যাচে ভাল খেললেও শেষ ৫ ম্যাচে ফ্লপ৷ এদিকে পেসার জসপ্রীত বুমরাহের পারফরম্যান্সও ঢিলে৷ তিনি ৭ ম্যাচে এখনও অবধি ৪ টি উইকেট নিয়েছেন৷
advertisement
5/5
এদিকে উইকেটরক্ষক ক্রিকেটার ঋষভ পন্থও ৭ ম্যাচে অর্ধশতরান করতে পারেননি৷ তিনি ৩৮ গড়ে ১৮৮ রান করেছেন৷ তার ৪৪ রানের ইনিংস রয়েছে৷ এদিকে সঞ্জু স্যামসন, ও দীনেশ কার্তিক নিজেদের জায়গার জন্য ভাল দাবি রেখেছেন৷
বাংলা খবর/ছবি/খেলা/
টি টোয়েন্টি বিশ্বকাপের দলে নাম উঠবে তো, ‘বড় দাদা’-রা ফ্লপ শো চালাচ্ছেন, নির্বাচকদের চোখ খোলা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল