বিশ্বকাপে ভারতের সব থেকে ফ্লপ ক্রিকেটার ইনি! শুনতে হল, 'আইপিএল খেলতে যাও'
- Published by:Suman Majumder
Last Updated:
Team India Flop Player: বিরাট কোহলির ফর্ম এখন ভারতের সব থেকে বড় চিন্তা। টি২০ বিশ্বকাপ ২০২৪-এ তিনি এখনও পর্যন্ত রান পাননি। একমাত্র বাংলাদেশের বিরুদ্ধে ২৮ বলে ৩৭ রান করেছিলেন। (ALL PCS: AP)
advertisement
1/8

বিশ্বকাপে টানা ষষ্ঠ জয় পেয়েছে ভারতীয় দল। এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপ ২০২৪-এ ভারত অপরাজিত। এরই মধ্যে সেমিফাইনালের জায়গা পাকা করে ফেলেছে ভারত।
advertisement
2/8
তবে একটা সমস্যা এখনও পর্যন্ত বিশ্বকাপে তাড়া করে চলেছে। সেমিফাইনালে সেই সমস্যা মিটবে কি না তা বলা মুশকিল। ভারতের তারকা ক্রিকেটারের ব্যাটে রান নেই। সেটাই এখন সব থেকে বড় চিন্তা টিম ইন্ডিয়ার। ম্যানেজেন্টের একটা সিদ্ধান্ত বুমেরাং হয়ে দেখা দিয়ছে দলের জন্য।
advertisement
3/8
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিয়েছে ভারত। তবে ওই ম্যাচেও বিরাট কোহলি রান পাননি। আরেক ওপেনার রোহিত শর্মা অবশ্য এদিন দুর্দান্ত পারফর্ম করেন। তাঁর জন্য়ই ভারত ২০৫ রানের টার্গেট সেট করতে পেরেছিল।
advertisement
4/8
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত ৪১ বলে ৯২ রানের ইনিংস খেলেন। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেন। তবে রোহিত জানিয়েছেন, সেঞ্চুরি মিস করায় তাঁর কোনও আক্ষেপ নেই। তিনি একইরকম আক্রমণাত্মক হয়েই পরের ম্যাচেও ব্যাটিং করবেন।
advertisement
5/8
আইপিএল ২০২৪-এ ওপেন করে সফল কোহলি। তবে বিশ্বকাপে তিনি একেবারে ফ্লপ। বাংলাদেশের বিরুদ্ধে ২৮ বলে ৩৭। এটাই তাঁর এবারের বিশ্বকাপে সেরা স্কোর এখনও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলি রানের খাতাই খুলতে পারেননি।
advertisement
6/8
কোহলির মতো তারকা ক্রিকেটারকে শুনতে হল- আইপিএল খেলো গিয়ে। একেবারেই ফর্মে নেই কোহলি। আইপিএলে কোহলির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। তবে বিশ্বকাপে কোহলির ফর্ম নিয়েই উঠছে প্রশ্ন।
advertisement
7/8
বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতকে পারেন গৌতম গম্ভীর। শোনা যাচ্ছে, কিনি বিসিসিআইকে বেশ কিছু শর্ত দিয়েছেন। তা হলে কি গম্ভীর এসেই কোহলি, রোহিতদের মতো সিনিয়রদের দলে থাকা নিয়ে প্রশ্ন তুলবেন!
advertisement
8/8
কোহলি গোটা দেশের গর্ব। তবে তাঁকেও শেষে কি না সোস্যাল মিডিয়ায় কথা শুনতে হচ্ছে। রান না পাওয়ায় কোহলির আত্মবিশ্বাসও টলমলে বলে দাবি করছেন অনেকে।