TRENDING:

জিম্বাবোয়ের সংবাদ পাঠক নাকি পাকিস্তানকে হারানোয় হেসে কুটোপাটি! ভাইরাল ভিডিও-র সত্য চমকে দেবে

Last Updated:
যদি এই ভিডিও দেখে থাকেন ও আরও লোকের কাছে পৌঁছে দিয়ে ভাইরাল বানিয়ে দিয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভুল একটি তথ্য ভাইরাল করার দায়িত্ব নিয়েছেন৷ এটি একটি ফেক ভিডিও৷
advertisement
1/5
জিম্বাবোয়ের সংবাদ পাঠক নাকি পাককে হারানোয় হেসে খুন! ভাইরাল ভিডিও-র সত্য অন্য
#কলকাতা: জিম্বাবোয়ে পাকিস্তানকে টি টোয়েন্টি বিশ্বকাপে হারানোর পর সারা দুনিয়া ম্যাচ নিয়ে যেরকম আলোচনা করেছে তেমনিই সারা দুনিয়ার ক্রিকেট ফ্যানের কাছেই একটি ভাইরাল ভিডিও পৌঁছে যায় যেখানে এক সংবাদ পাঠককে পাকিস্তানের হারের খবর দিতে গিয়ে দমফাটা হাসিতে হাসতে দেখা যায় সম্প্রচারের সময়েই৷ জিম্বাবোয়ের সংবাদ পাঠক নাকি এভাবেই হাসিতে ফেটে পড়েছিলেন জিম্বাবোয়ের কাছে পাকিস্তানের হারের খবর পেয়ে৷ আপনিও যদি এই ভিডিও দেখে থাকেন ও আরও লোকের কাছে পৌঁছে দিয়ে ভাইরাল বানিয়ে দিয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভুল একটি তথ্য ভাইরাল করার দায়িত্ব নিয়েছেন৷ এটি একটি ফেক ভিডিও৷ Photo - Collected 
advertisement
2/5
টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান জিম্বাবোয়ের কাছে এক রানে হেরে যায়৷ এটা সত্যি তবে ওই সংবাদ পাঠকের এই খবরটি পড়তে গিয়ে হেসে ফেলার বিষয়ে অনেক ভুলভ্রান্তি রয়েছে৷ প্রথমত সংবাদ পাঠকের পিছনে যে চ্যানেল লোগোটি দেখা যাচ্ছে সেটা UTV - যা একটি ঘানার একটি ব্রডকাস্টিং চ্যানেল৷ এই ভিডিওটির সূত্র ধরে গুগলের সহায়তা নিলে ২০২১, ২০২০-র একাধিক ভিডিও ক্লিপ রয়েছে যাতে এই কি ফ্রেম দিয়ে ভাইরাল ভিডিওটির অনেক লিঙ্ক পাওয়া গেছে৷ Photo - Collected 
advertisement
3/5
মহম্মদ মাহাদি জামালউদ্দিন জুলাই ১২-র ২০২১ যেখানে স্পোর্ট প্রেজেন্টার অ্যাক্রেবেতো লাফ এ এই ভিডিওটি দুটির সঙ্গে এটিকে দেখা যায়৷ সেখানে ১৪ সেকেন্ডের একটি ভিডিওতে ওই সংবাদ পাঠককে দেখা যাচ্ছে৷ অর্থাৎ যিনি জিম্বাবোয়ের  সংবাদ পাঠক নন৷ Photo - Collected 
advertisement
4/5
এছাড়াও কি ওয়ার্ড সার্চ “Akrobeto, “UTV Ghana” & “laughing” - ইউটিউব থেকে UTV Ghana Online- এ অক্টোবর ৩১ অক্টোবর ২০২০ এই ভিডিও-র লিঙ্ক পাওয়া যায়৷ সেখানে ভিডিওটির রেফারেন্স অ্যাক্রোবেতো ম্যাসাকারাস ফরেন ক্লাব - বুন্দেশলিগা থেকে ইতালিয়ান সিরি এ৷ Photo - Collected 
advertisement
5/5
ভাইরাল ভিডিও লোককে বিভ্রান্ত করার জন্য বাজারে ভাইরাল করা হয়েছে৷ যা আসলে ভিত্তিহীণ৷ ভিডিওটি বহু পুরনো৷ যা কোনও ভাবেই  পাকিস্তান বনাম জিম্বাবোয়ে ম্যাচের দিন কোনও খবর চলাকালীন টেলিকাস্ট হয়নি৷ Photo - Collected 
বাংলা খবর/ছবি/খেলা/
জিম্বাবোয়ের সংবাদ পাঠক নাকি পাকিস্তানকে হারানোয় হেসে কুটোপাটি! ভাইরাল ভিডিও-র সত্য চমকে দেবে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল