'শূন্য কুমার'! টি২০-র রাজা সূর্যকুমার একদিনের ক্রিকেটে এসে ফকির!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
SuryaKumar Yadav: আজ যে রাজা, কাল ফকির। সে জীবন হোক বা ক্রিকেট মাঠ! সূর্যকুমারের তেজ আর নেই।
advertisement
1/5

টি২০ ক্রিকেটের রাজা তিনি। তবে একদিনের ক্রিকেটে ফকির। সূর্যকুমারের নতুন নাম হয়ে গেল শূন্য কুমার।
advertisement
2/5
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে পর পর তিনটি একদিনের ম্যাচে শূন্য রান করলেন সূর্য।
advertisement
3/5
এখন লোকজন ঠাট্টা করে বলছে- সূর্যকুমার ক্রিজে এসে দুটো বল খেলে দিলেই অনেক। কারণ পর পর তিনটে ম্যাচে সূর্য প্রথম বলেই আউট হয়ে ফিরেছেন।
advertisement
4/5
টি২০ ক্রিকেটে মাঠের চারপাশে শট খেলেছেন তিনি। অনেকে তাঁকে ভারতের ডিভিলিয়ার্স বলছিলেন। সেই সূর্য ওডিআই-তে ব্যাট হাতে নেমে চূড়ান্ত ফ্লপ।
advertisement
5/5
টি-২০ বিশ্বকাপে দুরন্ত ছন্দে ছিলেন সূ্র্যকুমার। ৩টি অর্ধশতরান করেছিলেন তিনি। এটি তার টি-২০ ক্রিকেট কেরিয়ারের দ্বিতীয় শতরান। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন ১১৭ রান।