Indian Football Team: ভারতীয় ফুটবলে বিরাট উন্নতি, ৫ বছর পর ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম একশোয় সুনীলরা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Indian Football Team: ২০১৮ সালের ১৫ মার্চের পর প্রথম একশোতে সুনীল ছেত্রীরা। পাঁচ বছর আগে তারা ৯৯তম স্থানে ছিল ভারতীয় ফুটবল দল। এখন সুনীলদের র্যাঙ্কিং ১০০। ১১৭ থেকে ১০০-তে উঠে আসল ভারত।
advertisement
1/5

২০২৩ সালে টানা ভাল পারফরম্যান্সের ফল পেল ভারতীয় ফুট বল দল। পাঁচ বছর পর ফের একবার ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম একশোয় জায়গা পেল ভারত।
advertisement
2/5
২০১৮ সালের ১৫ মার্চের পর প্রথম একশোতে সুনীল ছেত্রীরা। পাঁচ বছর আগে তারা ৯৯তম স্থানে ছিল ভারতীয় ফুটবল দল। এখন সুনীলদের র্যাঙ্কিং ১০০। ১১৭ থেকে ১০০-তে উঠে আসল ভারত।
advertisement
3/5
চলতি বছর এখনও পর্যন্ত ৯টি ম্যাচ খেলেছে ভারতীয় ফুটবল দল। সবকটিতেই অপরাজিত থেকে সুনীলরা। ঘরের মাঠে শেষ চার বছর ধরে অপরাজিত ভারত।
advertisement
4/5
বর্তমানে সাফ কাপ খেলছে ভারতীয় ফুটবল দল। প্রতিযোগিতার সেমি ফাইনালে পৌছেছে ইগর স্টিমাচের দল। পয়লা জুলাই সেমিতে ভারতের প্রতিপক্ষ লেবানন।
advertisement
5/5
তার আগে ফিফা র্যাঙ্কিংয়ে ফের প্রথম একশোয় জায়গা করে নিতে পেরে খুশি সুনীল ছেত্রীর টিম ইন্ডিয়া। যা সাফ সেমির আগে ভারতের আত্মবিশ্বাস আরও বাড়াবে।