১৮-এ পা সানার! মেয়েকে কোলে নেওয়া সেই পুরনো ছবি পোস্ট করলেন আবেগ আপ্লুত সৌরভ...
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সময় খুবই তাড়াতাড়ি কেটে যায়৷ চোখের পলকে মেয়ে সানার বয়স আঠারো হয়ে গিয়েছে৷
advertisement
1/7

মেয়ে আজ ১৮-এ পা দিল৷ ভেবেই আবেগ আপ্লুত সৌরভ গঙ্গোপাধ্যায়৷ যাকে এক সময় কোলে পিঠে করে মানুষ করেছেন , সেই মেয়ে আজ সাবালিকা! ভাবতেও পারছেন না সৌরভ৷ সানাকে কোলে নিয়ে ছোটবেলার একটি ছবি পোস্ট করলেন মহারাজ৷ Photo Courtesy: Instagram
advertisement
2/7
বাবার বড্ড প্রিয় সানা৷ বিভিন্ন সফয় খেলার জন্য বাড়ির বাইরে থাকতে হয়েছে সৌরভকে৷ তাই মেয়ের বড় হওয়ার অনেক সময়ই কাছ থেকে দেখার সুযোগ হয়নি তার৷ Photo Courtesy: Instagram
advertisement
3/7
কিন্তু যখনএ সময় পেয়েছেন, তখনও পরিবারের সঙ্গে থাকাপ চেষ্টা করেছেন সৌরভ৷ Photo Courtesy: Instagram
advertisement
4/7
২০০১-এ ৩রা নভেম্বর সানার জন্ম৷ আজ ১৮ বছরে পা দিল সৌরভ কন্যা৷ মেয়ের সঙ্গে তোলা কিছু ছবি পোস্ট করেন সৌরভ৷ Photo Courtesy: Instagram
advertisement
5/7
পোস্টে বিশেষ কিছু লেখেননি সৌরভ৷ সানাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি৷ ১৮, এই সংখ্যাটি লিখেছেন সৌরভ৷ Photo Courtesy: Instagram
advertisement
6/7
মেয়ের জন্য শুধুই শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ৷ তবে আজকের এই বিশষ দিনটি কীভাবে কাটাবেন, কী বিশেষ প্ল্যান, কিছুই জানাননি বোর্ড সভাপতি৷ Photo Courtesy: Instagram
advertisement
7/7
সময় খুবই তাড়াতাড়ি কেটে যায়৷ চোখের পলকে মেয়ে সানার বয়স আঠারো হয়ে গিয়েছে৷ পেশাগত জগতে সৌরভেরও দায়িত্ব অনেক বেড়েছে৷ তিনি এখন বোর্ড সভাপতি৷ আপনাদের দুজনের জন্যই রইল অনেক শুভেচ্ছা৷ আগামী আরও ভাল হোক, কামনা রইল৷ Photo Courtesy: Instagram