TRENDING:

ভারতের এমন লজ্জার হার কেন? চোখে আঙুল দিয়ে দেখালেন সৌরভ, বললেন 'বড় কারণ'

Last Updated:
Sourav Ganguly on IND vs NZ Test- সৌরভ আরও বলেন, ভাল উইকেটে খেলাটা সব সময় অ্যাডভান্টেজ। সেটা নিউজিল্যান্ডকে দেখে বোঝা যায়। অস্ট্রেলিয়ার মাটিতে স্পিনিং ট্র্যাক পাওয়া যাবে না। 
advertisement
1/6
ভারতের এমন লজ্জার হার কেন? চোখে আঙুল দিয়ে দেখালেন সৌরভ, বললেন 'বড় কারণ'
হতাশা ও লজ্জা একইসঙ্গে গ্রাস করেছে ভারতীয় ক্রিকেটকে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের যন্ত্রণা তো আছেই। তার মধ্যে হোয়াইটওয়াশ হওয়ার ভয়ও তাড়া করছে রোহিত শর্মাদের। তবে এর মধ্যে আবার সৌরভ গঙ্গোপাধ্যায় নতুন প্রশ্ন তুলে দিলেন।
advertisement
2/6
সামনেই অস্ট্রেলিয়া সফর। তার আগে ভারতীয় দলের এই হার চিন্তায় ফেলেছে সৌরভকেও। তিনি অবশ্য রোহিতদের এমন শোচনীয় হারের কারণ খুঁজে পাননি। তবে একখানা প্রশ্ন তুলেছেন।
advertisement
3/6
রাতের বিমানে কলকাতা থেকে লন্ডন উড়ে যাবেন মহারাজ। তার আগে বাংলা দলকে উৎসাহ দেওয়ার জন্য সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে এসেছিলেন। তখনই অবরাধিত প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। ভারতে এই হার কি অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়ার চাপ আরও বাড়িয়ে দিল!
advertisement
4/6
সৌরভ বলে গেলেন, ভারত নিঃসন্দেহে শক্তিশালী দল। একটা সিরিজের ব্যর্থতা দিয়ে এই দলটার বিচার করা ঠিক হবে না। কিন্তু একটা কথা না বলে পারছি না। আমরা যদি স্পিন ঠিকঠাক খেলতে না পারি তা হলে ঘূর্ণি উইকেট কেন বানানো হবে! তার চেয়ে স্পোর্টিং উইকেট বানালেই তো ভাল হত। অস্ট্রেলিয়ায় গিয়ে রোহিতরা তো ঘূর্ণি পিচ পাবে না।
advertisement
5/6
সৌরভ আরও বলেন, ভাল উইকেটে খেলাটা সব সময় অ্যাডভান্টেজ। সেটা নিউজিল্যান্ডকে দেখে বোঝা যায়।
advertisement
6/6
সৌরভ এদিন বললেন, ঘরের মাঠে নিয়মিত স্পোর্টিং উইকেট বানানোর কথা ভাবা যেতে পারে। হতে পারে স্পিন আমাদের শক্তি। কিন্তু সেই শক্তি যখন আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারছি না, তখন বিকল্প হিসেবে স্পোর্টিং পিচের কথাই ভাবা হোক।
বাংলা খবর/ছবি/খেলা/
ভারতের এমন লজ্জার হার কেন? চোখে আঙুল দিয়ে দেখালেন সৌরভ, বললেন 'বড় কারণ'
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল