Sourav Ganguly In Anubrata Mondal's Area: মঞ্চে দাদা-র পাশে বীরভূমের কেষ্ট, নির্দিষ্ট দিনে আসতে না পারার দুঃখ মিটিয়ে দিলেন সুদে-আসলে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Sourav Ganguly In Anubrata Mondal's Area: বোলপুরের মাঠে সৌরভ গঙ্গোপাধ্যায়,কী বললেন তিনি?
advertisement
1/5

বীরভূম: দীর্ঘ টালবহানার পরে অবশেষে রবিবার বোলপুর স্টেডিয়াম মাঠে বোলপুর পুরসভা ও বীরভূম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷ বোলপুরে এক মঞ্চে অনুব্রত মণ্ডল ও সৌরভ গঙ্গোপাধ্যায়। ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী, সিএবি-র সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, মন্ত্রী চন্দ্রনাথ সিংহ।
advertisement
2/5
রবিবার বোলপুরে স্টেডিয়াম মাঠ নতুন করে সংস্কারের জন্য ৪ কোটি টাকা সাংসদ তহবিল থেকে দেওয়ার কথা ঘোষণা করেন বোলপুরের সাংসদ অসিত মাল। রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ভারতীয় ক্রিকেট দলের দুই প্রাক্তন অধিনায়ক। বোলপুর পুরসভার পক্ষ থেকে রবীন্দ্র প্রতিকৃতি তুলে দেওয়া হয় সৌরভ গঙ্গোপাধ্যায় এর হাতে। বক্তব্য রাখতে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, "দশ বছর পর অনুব্রতদার সঙ্গে দেখা,বীরভূমের রামপুরহাটে শেষ দেখা হয়েছিল।”
advertisement
3/5
এরপরেই সৌরভকেও জেলায় ক্রিকেটে কোচিং দেওয়ার জন্য আবেদন করেন অনুব্রত।এছাড়া বোলপুর ডাকবাংলো স্টেডিয়াম মাঠকে আধুনিকমানের করার জন্য সাংসদ তহবিল থেকে ৪ কোটি টাকা বরাদ্দ করেন অসিত মাল। যা মঞ্চ থেকে ঘোষণা করেন অনুব্রত মণ্ডল।
advertisement
4/5
এক মঞ্চে দুই প্রাক্তন অধিনায়ককে দেখতে উপচে পড়ে ভিড়। রবীন্দ্র সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে স্বাগত জানানো হয় সৌরভকে। প্রসঙ্গত, প্রথমে ঠিক হয় ৯ মে অর্থাৎ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে বোলপুরে আসবেন সৌরভ।অনিবার্য কারণবশত সেই সফর বাতিল হয়ে যায়।পরবর্তীতে ১৬ মে দিনটি ধার্য হয়।
advertisement
5/5
সেই মত বোলপুর শহর জুড়ে একাধিক ব্যানার-পোস্টারে ভরে ওঠে। দাদা, মহারাজ, প্রিন্স অফ ক্যালকাটাকে স্বাগত জানাতে উৎসাহিত ছিল বোলপুর-শান্তিনিকেতনবাসী।ঝুলনের ছবি দিয়েও পোস্টার পড়ে শহরের বিভিন্ন প্রান্তে। টিভির পর্দায় দেখা সেই অধিনায়ককে সামনাসামনি একবার দেখার জন্য শুধু বোলপুর নয় এর পাশাপাশি বীরভূম জেলা বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করে। Input- Souvik Roy