Sourav Ganguly and Sana: ‘মেয়ে যখন বয়ফ্রেন্ড আনবে!’ নায়িকার প্রশ্নে ‘বাপি বাড়ি যা’ স্টাইলে উত্তর দাদা-র
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Sourav Ganguly and Sana: সৌরভ কীরকম বাবা প্রমাণ হল আবার
advertisement
1/8

Sourav Ganguly and Sana: সৌরভ গঙ্গোপাধ্যায় এখন গর্বিত বাবা৷ নিজে কেরিয়ারের সব সাফল্যের পথ পেরিয়েছেন৷ কিন্তু মেয়ে যখন পাকা চাকরি পেয়ে যায় তখন বাবার আনন্দ আর ধরে না৷ এর আগেই যখন ইনটার্ন ছিলেন তখনই গিফট দিয়েছিলেন সানা৷ আর এবার একেবারে পাকা চাকরি৷ এখন তিনি লন্ডনের বাসিন্দা৷
advertisement
2/8
দাদা জানিয়েছেন তিনি সানা-র বিষয়ে সব সময়েই কথা বলতে থাকেন আর দাদা-র ফ্যানরা এখন সকলেই সানার বিষয়ে জানতেও চান৷ দাদা নিজের রিয়েলিটি শোতে ফের একবার সানা ও তাঁর বয়ফ্রেন্ডকে নিয়ে খোলাখুলি আলোচনা করলেন৷
advertisement
3/8
সৌরভ গঙ্গোপাধ্যায় কেমন বাবা তা বারেবারে প্রমাণ করেন৷ তবে এবার দাদা-র মুখ থেকে যে কথা তা শুনে সকলেই আবেগতাড়িত৷ সানা এখন ২২ বছরের তরুণী৷ Photo- File
advertisement
4/8
দাদা আগে জানিয়েছিলেন ছোট সানা জন্মানোর পর যখন বাড়িতে আসেন তখন দাদা সেই সদ্যোজাত সন্তানকে কোলে নিতে ভয় পেতেন৷ Photo- File
advertisement
5/8
সেই সানা এখন তরুণী৷ তাঁর প্রচুর বন্ধুও রয়েছে৷ এটাও জানিয়েছেন সৌরভ৷ সৌরভের দাদাগিরিতে এসে অভিনেত্রী পায়েল দাদাকে সরাসরি প্রশ্ন করেন পাশাপাশি উত্তরও দিয়ে দেন সানা যদি এসে বয়ফ্রেন্ডের কথা বলে তাহলে তো দাদা নিশ্চয় তা সরাসরি নাকচ করে দেবেন নিশ্চয়!
advertisement
6/8
এই কথার উত্তরে দাদার ভাব ছিল চমকে দেওয়ার মতো৷ সানা বয়ফ্রেন্ড আনলে কখনই তিনি নাকচ করে দেবেন না৷ অর্থাৎ দাদা একেবারেই কুল ড্যাড আরও একবার বুঝিয়ে দেন৷
advertisement
7/8
মানে মেয়েকে তো সব মা-বাবাই ভালবাসে কিন্তু তা বলে তাকে শুধু তাঁদের করে রাখতে হবে এই থিওরিতে বিশ্বাসী নন, আর আজকের দিনের সন্তানরা কেউ কথাও শোনে না৷ এটা বলেন দাদা৷
advertisement
8/8
পাশাপাশি অবশ্য দাদা এও পরিষ্কার দেন সানা যাকে বয়ফ্রেন্ড বলে পরিচয় করাবে তাহলে কিছু প্রশ্ন থাকবে , সেগুলি ক্লিয়ার হয়ে গেলেই দাদার দিক থেকে সানার বয়ফ্রেন্ড গ্রিন সিগন্যাল পেয়ে যাবে৷