TRENDING:

Shubman Gill Gossip: মেগা গসিপ! নবাব নন্দিনীর এবারও হল না, শুভমান কার সঙ্গে কাটালেন ভ্যালেন্টাইন্স ডে, বিশাল সিক্রেট আউট

Last Updated:
Subhman Gill Gossip: গসিপের কী মহিমা, আর নেটিজেনদেরও কী ধৈর্য্য শুভমানের প্রেম হাতেনাতে ধরলেন তারা ...
advertisement
1/6
মেগা গসিপ! নবাব নন্দিনীর এবারও হল না, শুভমান কার সঙ্গে ,রইল আপডেট
 কলকাতা : সারা নামেই গোলগোল ঘুরছেন ভারতের তরুণ থার্টথ্রব ক্রিকেটার শুভমান গিল৷ তরুণ এই তুর্কি সারা তেন্ডুলকরকে ছেড়ে সারা আলি খানে মজেছেন এই গসিপ রটেছিল জোরদার৷ তবে ভ্যালেন্টাইন্টন্স ডে-র পোস্টে যা কাণ্ড ঘটালেন তাতে কী নবাব পরিবারের কন্যার ঝুলি ফের একবার ফাঁকা সেটাই মনে করছে ওয়াকিবহাল মহল৷
advertisement
2/6
ভ্যালেন্টাইন্স ডে -র দিনে শুভমান গিল লন্ডনের একটি দামী রেঁস্তোরায় কফি খাচ্ছেন এরকম দেখা যাচ্ছে ৷ ছবি ক্যাপশনে শুভমান লিখেছেন What day is it again? অর্থাৎ এটা আবার কোন দিন? এই ছবিতে শুভমানকে কোনও সঙ্গিনীর সঙ্গে দেখা যাচ্ছে না৷
advertisement
3/6
এদিকে নেটিজেনরা তাঁদের প্রচণ্ড গোয়েন্দাগিরি দিয়ে এক দারুণ সিক্রেট আউট করেছেন৷ যে সারা তেন্ডুলকরেরও সেই একই ব্যাকড্রপে ছবি রয়েছে৷ তাঁর ছবিতেই লন্ডন , ইউনাইটেড কিংডম লেখা রয়েছে৷ তবে শুভমান গিলের ছবিতে কোনও লোকেশন লেখা নেই৷
advertisement
4/6
দুটি ছবিকে পাশাপাশি রাখলে দেখা যাচ্ছে যে সব কিছুই একইরকম তবে একটাই বিষয় দুটিতেই নেটিজেনদের কমেন্টে শুভমান ও সারার সম্পর্ক নিয়ে একাধিক কমেন্ট রয়েছে৷
advertisement
5/6
সারা তেন্ডুলকরের ছবিটিতে অবশ্য তারিখ এক বছরের পুরনো৷ কিন্তু পুরনো প্রেম তো পুরনো জায়গাগুলিতেও নতুন করে জেগে ওঠে সেই সন্দেহ নেটিজেনদের মন থেকে কেউ সরাতে পারছে না৷
advertisement
6/6
সব মিলিয়ে গসিপ জমজমাট৷ এই ভ্যালেন্টাইন্স ডে-তে একটাই সকলে নিশ্চিত শুভমান গিলের প্রেমের গসিপে সারা আলি খান আউট আর সারা তেন্ডুলকর ইন৷ 
বাংলা খবর/ছবি/খেলা/
Shubman Gill Gossip: মেগা গসিপ! নবাব নন্দিনীর এবারও হল না, শুভমান কার সঙ্গে কাটালেন ভ্যালেন্টাইন্স ডে, বিশাল সিক্রেট আউট
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল