TRENDING:

Shubman Gill Net Worth: শুভমান গিল কত কোটি টাকার মালিক? স্যালারি কত? গ্যারাজে রয়েছে কোন কোন গাড়ি? রইল আপডেট

Last Updated:
Shubman Gill Net Worth Income Salary Love Life Car Collection: ইংল্যান্ডের বিরুদ্ধে ২ টেস্টে ৩টি সেঞ্চুরি করে ফেলেছেন। যার মধ্যে একটি ডাবল সেঞ্চুরি। বার্মিংহাম টেস্টে ভরতের ৩৩৬ রানে রেকর্ড জয়ের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন গিল।
advertisement
1/6
শুভমান গিল কত কোটি টাকার মালিক? স্যালারি কত? গ্যারাজে রয়েছে কোন কোন গাড়ি? রইল আপডেট
ভারতীয় টেস্ট দলের অধিনায়ক হওয়ার পর শুভমন গিল স্বপ্নের ফর্মে রয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ২ টেস্টে ৩টি সেঞ্চুরি করে ফেলেছেন। যার মধ্যে একটি ডাবল সেঞ্চুরি। বার্মিংহাম টেস্টে ভরতের ৩৩৬ রানে রেকর্ড জয়ের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন গিল।
advertisement
2/6
২৫ বছর বয়সী গিল শুধু মাঠে রেকর্ড গড়ছেন না, আয়ের দিক থেকেও ক্রমাগত শিখরে উঠছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে শুভমন গিলের প্রায় ৩৪ কোটি টাকায় পৌঁছেছে। ক্রিকেট, ব্র্যান্ড এনডোর্সমেন্ট এবং বিনিয়োগ থেকে তিনি বিশাল সম্পত্তি গড়ে তুলেছেন।
advertisement
3/6
শুভমন গিলের মাসিক আয় প্রায় ৫০ লাখ টাকার বেশি, আর বার্ষিক আয় প্রায় ৪ থেকে ৭ কোটি টাকার আশেপাশে। শুভমনের কাছে একাধিক দামি ও বিলাসবহুল গাড়ি রয়েছে। তিনি আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে খেলেন। সিজনে তার পারিশ্রমিক ১৬.৫ কোটি টাকা।
advertisement
4/6
এছাড়াও তিনি বিসিসিআই-এর গ্রেড-এ চুক্তিতে রয়েছেন, যেখান থেকে তিনি বছরে ৭ কোটি টাকা পান। এ ছাড়াও তিনি বহু ব্র্যান্ডের বিজ্ঞাপন করে মোটা অঙ্কের উপার্জন করেন।
advertisement
5/6
শুভমন গিলের কাছে বেশ কয়েকটি দারুণ গাড়ি রয়েছে। এর মধ্যে রয়েছে রেঞ্জ রোভার ভেলার, মার্সিডিজ বেঞ্জ E350 এবং মহিন্দ্রা থার। রেঞ্জ রোভার ভেলার একটি মিড সাইজ SUV, মার্সিডিজ বেঞ্জ E350 একটি অত্যন্ত আরামদায়ক ও বিলাসবহুল গাড়ি এবং মহিন্দ্রা থার হল আনন্দ মহিন্দ্রার উপহার দেওয়া গাড়ি।
advertisement
6/6
টাকা-পয়সা, গাড়ি-বাড়ির পাশাপাশি একাধিক মহিলার বলিউড অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে গিলের। সারা আলি খান, টিভি অভিনেত্রী ঋধিমা পণ্ডিত এবং অবনীত কৌরের সঙ্গে তার সম্পর্কের গুজব শোনা গেছে। এমনকি সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকরের সঙ্গেও তার নাম জড়িয়েছে। যদিও শুভমন গিল এই সব খবরকে বরাবরই গুজব বলে উড়িয়ে দিয়েছেন।
বাংলা খবর/ছবি/খেলা/
Shubman Gill Net Worth: শুভমান গিল কত কোটি টাকার মালিক? স্যালারি কত? গ্যারাজে রয়েছে কোন কোন গাড়ি? রইল আপডেট
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল