TRENDING:

Shubman Gill: ২৬৯ রানের এক ইনিংসে ১৫টি বিশ্বরেকর্ড গড়লেন শুভমান গিল, জানলে গর্বিত হবেন আপনিও

Last Updated:
Shubman Gill Create 15 Unique World Records: ব্যাটিং অর্ডারের ৪ নম্বরে খেলতে নেমে এই ইনিংস খেলার সময় গিল একাধিক রেকর্ড ভেঙেছেন। মোট ১৫টি রেকর্ড গড়েছেন গিল। দেখে নিন এক নজরে।
advertisement
1/16
Shubman Gill: ২৬৯ রানের ইনিংসে ১৫টি বিশ্বরেকর্ড গড়লেন শুভমান গিল, জানলে গর্বিত হবেন আপনিও
এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচে শুভমান গিল তার টেস্ট কেরিয়ারের সেরা ইনিংসটি খেলেন। ৩৮৭ বল খেলে ৩০টি চার ও ৩টি ছক্কার সাহায্যে তিনি ২৬৯ রান করেন। ব্যাটিং অর্ডারের ৪ নম্বরে খেলতে নেমে এই ইনিংস খেলার সময় গিল একাধিক রেকর্ড ভেঙেছেন। মোট ১৫টি রেকর্ড গড়েছেন গিল। দেখে নিন এক নজরে। (Photo-AP)
advertisement
2/16
১. সেনা (SENA: দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া) দেশগুলোতে ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড এখন গিলের দখলে। আগের রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের, যিনি ২০০৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪১* রান করেছিলেন। (Photo-AP)
advertisement
3/16
২. টেস্টে ভারতের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙেছেন গিল। ২০১৯ সালের পুণেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলি ২৫৪ রান করেছিলেন। সেই রেকর্ড ভেঙে গিল করলেন ২৬৯ রান। (Photo-AP)
advertisement
4/16
৩. ইংল্যান্ডে টেস্ট ম্যাচে ২৫০-এর বেশি রান করা তৃতীয় সফরকারী অধিনায়ক হলেন গিল। এর আগে অস্ট্রেলিয়ার বব সিম্পসন (৩১১, ১৯৬৪) এবং দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ (২৭৭ ও ২৫৯, ২০০৩) এই কৃতিত্ব অর্জন করেছিলেন। (Photo-AP)
advertisement
5/16
৪. বিদেশের মাটিতে টেস্টে ২৫০ প্লাস রান করা তৃতীয় ভারতীয় ব্যাটার হলেন শুভমান গিল। এর আগে বীরেন্দ্র সহবাগ (৩০৯, ২৫৪) ও রাহুল দ্রাবিড় (২৭০) এই তালিকায় ছিলেন। (Photo-AP)
advertisement
6/16
৫. গিল হলেন ষষ্ঠ ভারতীয় অধিনায়ক যিনি টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন। এর আগে এই কৃতিত্ব অর্জন করেন: নবাব পতৌদি, সুনীল গাভাস্কার, সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি । (Photo-AP)
advertisement
7/16
৬. ২৫ বছর ২৯৮ দিন বয়সে গিল দ্বিতীয় সর্বকনিষ্ঠ ভারতীয় অধিনায়ক হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি করলেন। প্রথম স্থানে রয়েছেন নবাব পটৌদি (২৩ বছর ২৩৯ দিন)। (Photo-AP)
advertisement
8/16
৭. ইংল্যান্ডের বিরুদ্ধে টানা তিন টেস্টে তিনটি শতরান করা চতুর্থ ভারতীয় ব্যাটার হলেন গিল। তার আগে ছিলেন মহম্মদ আজহারউদ্দিন, দিলীপ বেঙ্গসরকর এবং রাহুল দ্রাবিড় । (Photo-AP)
advertisement
9/16
৮. ইংল্যান্ডের বিরুদ্ধে টানা দুটি টেস্টে শতরান করা তৃতীয় ভারতীয় অধিনায়ক গিল। এর আগে এই কৃতিত্ব অর্জন করেন বিজয় হাজারে ও মহম্মদ আজহারউদ্দিনের। (Photo-AP)
advertisement
10/16
৯. ভারতের প্রথম টেস্টে অধিনায়ক হিসেবে সেঞ্চুরি ও দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি করা দ্বিতীয় ভারতীয় হলেন গিল। এই কৃতিত্ব এর আগে ছিল শুধু সুনীল গাভাসকরের। (Photo-AP)
advertisement
11/16
১০. সেনা দেশগুলিতে ডাবল সেঞ্চুরি করা প্রথম এশিয়ান অধিনায়ক হলেন গিল। আগের সেরা স্কোর ছিল তিলকরত্নে দিলশানের ১৯৩ রান (লর্ডস, ২০১১)। (Photo-AP)
advertisement
12/16
১১. বিদেশে ডাবল সেঞ্চুরি করা দ্বিতীয় ভারতীয় অধিনায়ক গিল। প্রথম ছিলেন বিরাট কোহলি, যিনি ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০ রান করেছিলেন। (Photo-AP)
advertisement
13/16
১২. ইংল্যান্ডে টেস্টে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ স্কোর এখন গিলের। তিনি সুনীল গাভাসকরের ২২১ রানের (১৯৭৯, দ্য ওভাল) রেকর্ড ভেঙেছেন। (Photo-AP)
advertisement
14/16
১৩. বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ম্যাচে ভারতের হয়ে সর্বোচ্চ স্কোর এখন গিলের। আগের রেকর্ড ছিল বিরাট কোহলির (২৫৪ রান, বনাম দক্ষিণ আফ্রিকা, ২০১৯)। (Photo-AP)
advertisement
15/16
১৪. ভারত অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ স্কোরের রেকর্ড বিশ্বরেকর্ড এখন শুভমান গিলের ঝুলিতে। (Photo-AP)
advertisement
16/16
১৫. এছাড়া ইংল্যান্ডের মাটিতে ভারতের ইতিহাসে সর্বোচ্চ স্কোর করা ভারত অধিনায়কও হলেন শুভমান গিল। (Photo-AP)
বাংলা খবর/ছবি/খেলা/
Shubman Gill: ২৬৯ রানের এক ইনিংসে ১৫টি বিশ্বরেকর্ড গড়লেন শুভমান গিল, জানলে গর্বিত হবেন আপনিও
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল