গা পুড়ে যাচ্ছে জ্বরে, মাথা তুলতে পারছেন না গিল! রবিবার তো প্রথম ম্যাচ ভারতের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Shubhman Gill dengue: ডেঙ্গি পজিটিভ শুভমান। বিশ্বকাপে কি খেলতেই পারবেন না?
advertisement
1/6

তিনি ছিলেন স্বপ্নের ফর্মে। ২০২৩ সালটা তাঁকে দুহাত ভরিয়ে দিয়েছে। অথচ সেই তিনিই কি না বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন না! শুভমান গিল এখন জ্বরে কাবু। ডেঙ্গি পজিটিভ তিনি।
advertisement
2/6
পরিস্থিতি যা তাতে নাকি বিশ্বকাপের প্রথম দুটি বা তিনটি ম্যাচেও গিলকে পাবে না ভারতীয় দল। ফলে ওপেনিং নিয়ে তৈরি হয়েছে বিরাট সমস্যা।
advertisement
3/6
ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় কিন্তু গিলকে পেতে মরিয়া। তিনি বলেও দিয়েছেন, বৃহস্পতিবার যেমন ছিলেন গিল, তার থেকে এখন অনেকটা সুস্থ আছেন। চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। ফলে তিনি আশা ছাড়ছেন না। গিলকে প্রথম ম্যাচে পেতে পারেন বলে আশা করছেন দ্রাবিড়।
advertisement
4/6
কিন্তু ভারতীয় বোর্ডের এক কর্তার দাবি, গিল জ্বরে মাথাই তুলতে পারছেন না। ফলে তাঁর বিশ্বকাপের অন্তত দুটি ম্যাচে খেলা প্রায় অসম্ভব।
advertisement
5/6
অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিরুদ্ধে গিল নেই। সেটা যেন ধরেই নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট! ফলে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ঈশান কিষানকে ওপেনিংয়ে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
6/6
গিল অসুস্থ হওয়ার পর থেকে ঈশানকেই দেখা গিয়েছিল নেটে সবার প্রথমে ব্যাটিং করতে। গিল না থাকার কারণে ভারতীয় দল যে ওপেনিং জুটি নিয়ে বড় সমস্যায় পড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।