TRENDING:

Eden : সৌরভের হাত ধরে সাজছে ইডেন! ৪০০ কোটি টাকায় হবে নতুন সাজ! ইডেনে যা হচ্ছে, দেশের আর কোনও স্টেডিয়ামে নেই

Last Updated:
Eden Renovation : ইডেন হবে ভারতের প্রথম মাঠ যেখানে স্কাই ডেক থাকবে। নতুন গ্যালারির দ্বিতীয় তলায় তৈরি হবে কর্পোরেট বক্স ও প্রেস বক্স। ইডেনের নতুন গ্যালারিতে তৈরি হবে ক্লাব লাউঞ্চ, রেস্তোরাঁ ও বার (অনুমতি সাপেক্ষ)।
advertisement
1/6
সৌরভের হাত ধরে সাজছে ইডেন! ৪০০ কোটি টাকায় হবে নতুন সাজ! ইডেনে যা হচ্ছে...
ইডেনের গ্যালারিতে দর্শক আসন সংখ্যা বাড়ছে। প্রায় কুড়ি হাজার দর্শক আসন বেড়ে ৮২- ৮৪ হাজার পর্যন্ত হবে। D থেকে J ব্লক পর্যন্ত নতুন গ্যালারি তৈরি হবে। তিন তলা বিশিষ্ট গ্যালারি তৈরি হবে বলে জানা যাচ্ছে।
advertisement
2/6
J ব্লকে তৈরি হবে স্কাই ডেক। বার্ড আই ভিউ, যেখানে দাঁড়িয়ে খেলা দেখা যাবে। সঙ্গে থাকবে খাওয়া দাওয়ার ব্যবস্থা। ইডেন হবে ভারতের প্রথম মাঠ যেখানে স্কাই ডেক থাকবে। নতুন গ্যালারির দ্বিতীয় তলায় তৈরি হবে কর্পোরেট বক্স ও প্রেস বক্স। ইডেনের নতুন গ্যালারিতে তৈরি হবে ক্লাব লাউঞ্চ, রেস্তোরাঁ ও বার (অনুমতি সাপেক্ষ)।ইডেনের প্র্যাকটিস পিচ গুলো মূল মাঠের থেকে সরিয়ে J ব্লকের নিচে তৈরি হবে।
advertisement
3/6
সূর্যের আলো আসার জন্য J ব্লকের নিচে জায়গা ফাঁকা রাখা হবে। ২০২৬ আইপিএলের পর সংস্কার শুরু হবে বলে জানা যাচ্ছে। দুই থেকে আড়াই বছর পর্যন্ত সময় লাগবে তৈরি হতে। প্রায় ৪০০ কোটি টাকা খরচে হবে ইডেন সংস্কারে।
advertisement
4/6
পপুলাস নামে একটি সংস্থা নকশা তৈরি করেছে। বিসিসিআইয়ের তরফ থেকে অর্ধেক খরচ দেওয়া হয় নতুন স্টেডিয়াম তৈরি হলে। ফলে বাকি টাকা সিএবিকে জোগাড় করতে হবে। ইতিমধ্যেই সৌরভ এই ব্যাপারে দায়িত্ব নিয়েছেন।
advertisement
5/6
সিএবি সভাপতি পদে বসার পরেই সৌরভ চেয়েছিলেন অত্যাধুনিক স্টেডিয়াম করতে। কারণ নতুন স্টেডিয়াম তৈরি হলেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের সঙ্গে ম্যাচ আয়োজনে পাল্লা দেওয়া যাবে। সংস্কার চলার সময় আইপিএলের খেলায় যাতে সমস্যা না হয় ২০১৭ কিংবা ২৮ সালে, সেটা ভেবে আগে থেকেই মাঠ তৈরি থাকবে। কিছু দর্শক আসন কম হতে পারে।
advertisement
6/6
আগামী বছর বিশ্বকাপ। আইপিএল শেষ হলেই সংস্কার শুরু করতে চান সৌরভ। পাশাপাশি ডুমুরজলাতে রাজ্য সরকারের পক্ষ থেকে যে জমি দেওয়া হয়েছে তাতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির ধাঁচে তৈরি হবে রিহ্যাব সেন্টার, জিম, সুইমিং পুল, ইনডোর অনুশীলনের ব্যবস্থা। সঙ্গে থাকবে মাঠ।
বাংলা খবর/ছবি/খেলা/
Eden : সৌরভের হাত ধরে সাজছে ইডেন! ৪০০ কোটি টাকায় হবে নতুন সাজ! ইডেনে যা হচ্ছে, দেশের আর কোনও স্টেডিয়ামে নেই
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল