National Games: ন্যাশনাল গেমসে পদক এল রাজ্যে! ভারত্তোলনে রুপো জয় বাংলার মেয়ের
- Published by:Ratnadeep Ray
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
National Games: ন্যাশনাল গেমসে রূপো জিতল বাংলার মেয়ে। আসন্ন কমনওয়েলথ গেমসে আশার আলো দেখাচ্ছেন দেউলপুরের শ্রাবণী দাস।
advertisement
1/5

উত্তরখণ্ডে অনুষ্ঠিত ন্যাশনাল গেমসে ওয়েটলিফটিং এ রুপোর পদক জয় করল বঙ্গতনয়া শ্রাবণী ! এবার কমনওয়েলথ গেমসের দৌড়ে আরও একধাপ এগিয়ে।
advertisement
2/5
অচিন্ত্য শিউলির পদক জয়ের পর এবার কমনওয়েলথ গেমসে আশার আলো দেখাচ্ছে। দেউলপুর গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবারের শ্রাবণী দাস।
advertisement
3/5
৩০ শে জানুয়ারি থেকে ৩ রা ফেব্রুয়ারি উত্তরখন্ডে অনুষ্ঠিত ন্যাশনাল গেমস। এবার ন্যাশনাল গেমসে বাংলা থেকে শ্রাবণী দাস, অচিন্ত্য শিউলি, চন্দিকা তরফদার ও শোয়েতা কুন্ডু। সমস্ত বিভাগ মিলিয়ে চারজন প্রতিযোগী অংশগ্রহণ করে।
advertisement
4/5
৫৫ কেজি বিভাগে রুপোর পদক জয় করল শ্রাবণী। স্ন্যাচে ৮১ কেজি এবং ক্লিনজারে ১০৬ কেজি ভারোত্তোলন করে স্থান অধিকার করে।
advertisement
5/5
এই সাফল্যে আনন্দিত পরিবার সহ গোটা গ্রাম। এ প্রসঙ্গে শ্রাবণীর গ্রামের প্রশিক্ষক প্রলয় বাগ জানান, এই জয় ২০২৬-এ আসন্ন কমনওয়েলথ গেমসে শ্রাবণীকে আরও এগিয়ে দিল।