TRENDING:

শাহরুখের পাশে পাশে সব সময়, কে এই রহস্যময়ী সুন্দরী? আইপিএল এলেই দেখা যায়!

Last Updated:
Shahrukh Khan manager Pooja Dadalni- শাহরুখ খানের ম্যানেজার পূুজা দাদলানি অভিনেত্রী দিয়া মির্জার স্বামী বৈভব রেখীর আত্মীয়। ২০০৮ সালে পুজা হিতেশ গুরনানিকে বিয়ে করেন। তাঁদের মেয়ের নাম রেনা দাদলানি।
advertisement
1/6
শাহরুখের পাশে পাশে সব সময়, কে এই রহস্যময়ী সুন্দরী? আইপিএল এলেই দেখা যায়!
যে কোনও সিনেমার সাফল্যের পেছনে গোটা একটা টিমের কঠোর পরিশ্রম থাকে। প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর নিজস্ব টিম থাকে। ম্যানেজার, মেকআপ আর্টিস্ট, কস্টিউম ডিজাইনার, হেয়ার ড্রেসার ইত্যাদি। বলিউডের বাদশা শাহরুখ খানের ম্যানেজার পুজা দাদলানি সেলিব্রিটি-দের থেকে কোনও অংশে কম নন। আইপিএল এলেই তাঁকে দেখা যায়। শাহরুখের পাশে পাশে থাকেন।
advertisement
2/6
অনেকেই জানেন না, পুজা দাদলানি এবং শাহরুখ খান দুজনেরই জন্মদিন ২ নভেম্বর। তিনি মুম্বাইয়ের বাই আওয়াবাই ফ্রামজি পেটিট গার্লস হাই স্কুলে পড়াশোনা করেছেন। এইচআর কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্স থেকে স্নাতক হন। পুজা দাদলানি মিডিয়া স্টাডিজ নিয়ে পড়াশোনা করেছেন। তিনি সেলিব্রিটি ম্যানেজার হিসেবে সফল। শাহরুখ খানের যাবতীয় মিটিং, অ্যাকাউন্ট, রুটিন পরিচালনা করেন তিনি।
advertisement
3/6
তিনি শাহরুখ খানের সংস্থার বিভিন্ন দিক সামলান। ১০ বছরেরও বেশি সময় ধরে শাহরুখ খানের সঙ্গে রয়েছেন। পুজা শুধু পেশাগতভাবে নয়, শাহরুখের ব্যক্তিগত বিষয়েও খুব যত্ন নেন। তিনি শাহরুখের আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সেরও বিভিন্ন দিক পরিচালনা করেন। কেকেআরের ম্যাচ হলে তাঁকে বেশিরভাগ সময় দেখা যায়। আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচেও তিনি ছিলেন ইডেনে।
advertisement
4/6
পুজা আসলে শাহরুখ খানের পার্সোনাল ম্যানেজার। কিং খান তাঁর উপর অনেকটাই ভরসা করেন। ২০২১ সালে পুজার মোট সম্পত্তি ছিল ৫০ কোটি টাকার। জানা যায়, শাহরুখের থেকে বছরে ৭ থেকে ৯ কোটি টাকা মতো বেতন পান তিনি। ২০১২ সাল থেকে শাহরুখের ম্যানেজার হিসেবে কাজ করছেন তিনি। বিপদে-আপদে একেবারে ছায়াসঙ্গীর মতোই পাশে থাকেন।
advertisement
5/6
পুজা দাদলানির সঙ্গে গৌরী খানেরও দারুণ বন্ধুত্ব। তাই নিজের হাতে পুজার বাড়ি সাজিয়ে দিয়েছেন গৌরী। কারণ ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে খ্যাতি রয়েছে তাঁর।শাহরুখের সিনেমার থেকে শুরু করে প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এবং আইপিএল টিম কেকেআর-এর যাবতীয় সব কিছুর দেখাশোনা করেন পুজা।
advertisement
6/6
শাহরুখ খানের ম্যানেজার পূুজা দাদলানি অভিনেত্রী দিয়া মির্জার স্বামী বৈভব রেখীর আত্মীয়। ২০০৮ সালে পুজা হিতেশ গুরনানিকে বিয়ে করেন। তাঁদের মেয়ের নাম রেনা দাদলানি। শাহরুখ খানের পাশাপাশি পুরো খান পরিবারের সঙ্গেও পুজার ভাল সম্পর্ক রয়েছে। মাঝেমধ্যেই তাঁর ছবি গৌরি, আরিয়ান খানের সঙ্গে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা যায়।
বাংলা খবর/ছবি/খেলা/
শাহরুখের পাশে পাশে সব সময়, কে এই রহস্যময়ী সুন্দরী? আইপিএল এলেই দেখা যায়!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল