মুম্বই দল কিনলেন সারা তেন্ডুলকর! ক্রিকেট দুনিয়ায় পা রেখেই মালকিন হলেন সচিন কন্যা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Sara Tendulkar becomes Owner Of Mumbai Team: বাবা স্বয়ং 'ক্রিকেট ঈশ্বর'। রাজত্ব করেছেন ২২ গজে। দাদাও কেরিয়ার হিসেবে ক্রিকেটকেই বেছে নিয়েছেন। মেয়েই বা ক্রিকেট থেকে কত দিন দূরে থাকতে পারে? তিনিও নাম লেখালেন ক্রিকেট দুনিয়ায়।
advertisement
1/6

বাবা স্বয়ং 'ক্রিকেট ঈশ্বর'। রাজত্ব করেছেন ২২ গজে। দাদাও কেরিয়ার হিসেবে ক্রিকেটকেই বেছে নিয়েছেন। মেয়েই বা ক্রিকেট থেকে কত দিন দূরে থাকতে পারে? তিনিও নাম লেখালেন ক্রিকেট দুনিয়ায়।
advertisement
2/6
এবার টি-২০ লিগে দল কিনে ফেললেন কিংবদন্তী সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর। তাও আবার অন্য কোনও শহরের দল নয়, মুম্বই ফ্র্যাঞ্চাইজির মালকিন হলেন সারা তেন্ডুলকর।
advertisement
3/6
চলছে আইপিএল। টি-২০ ক্রিকেটে উন্মাদনায় মেতে গোটা দেশ। এরইমধ্যে বড় সুখবরটা সোশ্যাল মিডিয়া মারফত জানালেন সচিন কন্যা। এবার উদ্যোগপতি হয়ে উঠলেন সারা তেন্ডুলকর।
advertisement
4/6
[caption id="attachment_1992553" align="alignnone" width="1200"] মোবাইল গেম বা অনলাইন গেমারদের কাছে খুবই পরিচিত নাম রিয়াল ক্রিকেট। তাদের টি-২০ ক্রিকেট লিগের নাম গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্টেরই মুম্বই ফ্র্যাঞ্চাইজি কিনেছেন সারা।</dd> <dd>[/caption]
advertisement
5/6
এই ই-ক্রিকেট বিগের জনপ্রিয়তা প্রচুর। টুর্নামেন্টের প্রথম সিজনে ২ লক্ষ প্লেয়ার রেজিস্ট্রার করেছিলেন। আসন্ন দ্বিতীয় সিজনের জন্য ৯ লক্ষেরও বেশি! সেখানেই মুম্বই দলের হয়ে বিনিয়োগ করে ক্রিকেট দুনিয়ায় আগমন হল সারার।
advertisement
6/6
দল কেনার পর সারা বলেছেন,"ক্রিকেট আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। ই-স্পোর্টস খুবই মজার। গ্লোবাল ই-ক্রিকেট প্রিমিয়ার লিগে মুম্বইয়ের দলের মালিক হয়ে আমার স্বপ্ন সত্যি হয়েছে।"