Rohit Sharma: ৯৪ বলে ১৫৫ রান, বিজয় হাজারেতে রোহিতের বিধ্বংসী ব্যাটিং, সহজ জয় মুম্বইয়ের
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Rohit Sharma: কেন তিনি বর্তমানে বিশ্বের এক নম্বর ওডিআই ব্যাটার। তা ফের একবার প্রমাণ করলেন রোহিত শর্মা। এবার রোহিতের ব্যাট গর্জে উঠল বিজয় হাজারে ট্রফিতে। প্রতিপক্ষের বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন হিটম্যান।
advertisement
1/6

কেন তিনি বর্তমানে বিশ্বের এক নম্বর ওডিআই ব্যাটার। তা ফের একবার প্রমাণ করলেন রোহিত শর্মা। এবার রোহিতের ব্যাট গর্জে উঠল বিজয় হাজারে ট্রফিতে। প্রতিপক্ষের বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন হিটম্যান।
advertisement
2/6
বুধবার জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে মুম্বইয়ের হয়ে দুরন্ত শতরান করে তিনি দলের বড় জয়ের নায়ক হলেন। তাঁর ব্যাটে ভর করেই সিকিমের বিরুদ্ধে সহজ জয় তুলে নেয় শার্দুল ঠাকুরের নেতৃত্বাধীন মুম্বই দল।
advertisement
3/6
সিকিম প্রথমে ব্যাট করে ২৩৭ রান তুলেছিল। লক্ষ্য খুব বড় না হলেও নকআউট পর্বের দিক থেকে গুরুত্বপূর্ণ ছিল ম্যাচটি। তবে রোহিত শর্মা শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে থাকেন এবং প্রতিপক্ষ বোলারদের কোনো সুযোগ দেননি।
advertisement
4/6
৯৪ বলে ১৫৫ রানের বিস্ফোরক ইনিংস খেলেন রোহিত। তাঁর ইনিংসে ছিল ১৮টি চার এবং ৯টি বিশাল ছক্কা। অসাধারণ টাইমিং ও শক্তিশালী শটের মাধ্যমে তিনি গ্যালারিতে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন এবং ম্যাচের রাশ পুরোপুরি মুম্বইয়ের দিকে ঘুরিয়ে দেন।
advertisement
5/6
রোহিতের সঙ্গে প্রথম উইকেটে অঙ্কৃশ রঘুবংশীর ১৪১ রানের জুটি ম্যাচের ভিত গড়ে দেয়। পরে দ্বিতীয় উইকেটে মুশীর খানের সঙ্গে ৫৮ বলে ৮৫ রানের পার্টনারশিপ করে জয় আরও সহজ করে তোলেন তিনি।
advertisement
6/6
শেষ পর্যন্ত মুম্বই মাত্র ৩০.৩ ওভারে ৮ উইকেট হাতে রেখে লক্ষ্য ছুঁয়ে ফেলে। বিজয় হাজারে ট্রফির এলিট গ্রুপ সি-তে মুম্বই তাদের পরবর্তী ম্যাচ খেলবে শুক্রবার উত্তরাখণ্ডের বিরুদ্ধে। সেই ম্যাচেও রোহিত শর্মার খেলা দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেবে।