MI vs CSK : মুম্বই বনাম চেন্নাই মেগা ম্যাচে আজ ভাগ্য নিয়ন্ত্রণ করবেন কারা? জানুন
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Rohit Sharma Mumbai Indians and Ravindra Jadeja led CSK sweat it all in net. আইপিএলের ক্লাসিকোতে আজ রোহিত বনাম জাদেজা
advertisement
1/8

মুম্বই ইন্ডিয়ান্স ব্যাটিং ইউনিটের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান সূর্য কুমার যাদব। দল হেরে গেলেও, সূর্য কিন্তু বেশিরভাগ ম্যাচে দায়িত্ব নিয়ে খেলেছেন। আজ চেন্নাইয়ের বিপক্ষে তার দিকে তাকিয়ে রোহিত শর্মার দল
advertisement
2/8
১৫:২৫ কোটির মূল্য সেভাবে দিতে ব্যর্থ ঈশান কিষান। ধারাবাহিকতার অভাব। ভাল শুরু করেও উইকেট দিয়ে আসছেন। আজ মুম্বইকে জিততে হলে ঈশানকে পারফর্ম করতেই হবে
advertisement
3/8
ভারতের সেরা এবং দুনিয়ার অন্যতম সেরা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ এবারের আইপিএলে সেভাবে বিপক্ষ ব্যাটসম্যানদের ত্রাস সৃষ্টি করতে পারছেন না। তাকে সাহায্য করার মত দ্বিতীয় ফাস্ট বোলার নেই দলে
advertisement
4/8
বেবি এবি, অর্থাৎ ডি ভিলিয়ার্সর উত্তরসূরী ধরা হচ্ছে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ মাতানো দেওয়াল্ড ব্রেভিস কে। মুম্বইয়ের খারাপ পারফরম্যান্সের মধ্যে উজ্জ্বল এই তরুণ দক্ষিণ আফ্রিকান
advertisement
5/8
খাতায়-কলমে তিনি চেন্নাইয়ের অধিনায়ক নন। কিন্তু সবাই জানে আসল রিমোট কন্ট্রোল রয়েছে মহেন্দ্র সিং ধোনির হাতে। আইপিএলের বড় ম্যাচে ধোনির মস্তিষ্কের দিকে তাকিয়ে সিএসকে
advertisement
6/8
যেদিন থেকে দলে ঢুকেছেন, সিএসকের বোলিং বিভাগ বদলে দিয়েছেন মহেশ তিকশানা। শ্রীলংকার এই রহস্য স্পিনার কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে পার্থক্য তৈরি করতে পারেন নিজের গুগলি, ফ্লিপর, ক্যারম বল দিয়ে
advertisement
7/8
বুড়ো হাড়েও ওপেন করতে নেমে ভাল খেলছেন রবিন উথাপ্পা। আইপিএলের অন্যতম অভিজ্ঞ ব্যাটসম্যান আজ ওপেনিংয়ে কেমন পারফর্ম করেন, তার ওপর নির্ভর করছে সুপার কিংসদের ভাগ্য
advertisement
8/8
সিএসকের জন্য ভাল খবর, অবশেষে রান পেতে শুরু করেছেন ঋতুরাজ গায়কোয়াড়। তিনি যেদিন খেলবেন সেদিন স্কোরবোর্ডে বড় রান তোলা সহজ হয়ে যায় হলুদ জার্সিদের। আজও ঋতুরাজের ব্যাটের দিকে তাকিয়ে চেন্নাই