Rohit Sharma Retires: আচমকা অবসর ঘোষণা করলেন রোহিত শর্মা, ভরা আইপিএলের মাঝে বিরাট খবর
- Written by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Suman Majumder
Last Updated:
Rohit Sharma retires- কোনও প্রেস কনফারেন্স করে ঘোষণা করলেন না রোহিত শর্মা। শুধুমাত্র একটি ছবি পোস্ট করে টেস্ট থেকে অবসর ঘোষণা করে দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অবসরের কথা ঘোষণা করে দিলেন তিনি।
advertisement
1/6

শোনা যাচ্ছিল, রোহিত শর্মা নিজেই ইংল্যান্ড সফরে নাও যেতে পারেন। সম্প্রতি টেস্ট ক্রিকেটে রোহিতের ব্যাটে বড় রান নেই। শেষ ১০ টেস্টে রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে মাত্র ১৬৪ রান। তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। এসবের মাঝে এবার অবসর ঘোষণা করেই ফেললেন রোহিত শর্মা।
advertisement
2/6
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর অনেকেই ভেবেছিলেন, রোহিত শর্মা আসন্ন ইংল্যান্ড সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন। তবে তা আর হচ্ছে না। রোহিত শর্মাকে আর ভারতীয় দলের টেস্ট জার্সিতে দেখা যাবে না।
advertisement
3/6
এর আগে টি-২০ ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত। এবার টেস্ট থেকেও সরে দাঁড়ালেন। ফলে রোহিত শর্মাকে আর দেখা যাবে শুধুমাত্র একদিনের ক্রিকেটে।
advertisement
4/6
তবে কোনও প্রেস কনফারেন্স করে ঘোষণা করলেন না হিটম্যান। শুধুমাত্র একটি ছবি পোস্ট করে টেস্ট থেকে অবসর ঘোষণা করে দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অবসরের কথা ঘোষণা করে দিলেন তিনি।
advertisement
5/6
লাল বলের ক্রিকেটে তাঁর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। যার জেরে তিনি নেতৃত্ব হারাতে পারেন বলে বিসিসিআই সূত্রে জানা গিয়েছিল। এমন ইঙ্গিত পাওয়ার পরই কি রোহিত অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললেন! তা নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।
advertisement
6/6
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির একটি ম্যাচে রোহিত না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। এতটাই খারাপ পারফর্ম করছিলেন তিনি। ফলে তাঁর ফর্ম নিয়ে কথা হচ্ছিল। এরই মাঝে তিনি এবার বড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন।