TRENDING:

ডিভোর্স হয়েছে, ৫ কোটি টাকা নিয়েছে প্রাক্তন স্ত্রী! চাহালের নতুন প্রেমিকার জীবনও সুখের নয়!

Last Updated:
একদিকে চাহালের ডিভোর্স। অন্যদিকে, আরজে মাহভাশের জীবনও কিন্তু সুখের ছিল না। সম্প্রতি এক পডকাস্টে এসে মাহভাশ বলেছেন, যাঁর সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়েছিল, সেই ছেলে তাঁকে তিনবার ঠকিয়েছে।
advertisement
1/7
ডিভোর্স হয়েছে, ৫ কোটি টাকা নিয়েছে প্রাক্তন স্ত্রী! চাহালের নতুন প্রেমিকার জীবনও সুখের নয়
ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন। একসঙ্গে মাঠে দেখা যাচ্ছে তাঁদের। চাহাল আইপিএল খেললে গ্যালারিতে থাকছেন আরজে মাহভাশ। সম্পর্ক আর লুকিয়ে রাখতে চাইছেন না তাঁরা! ধনশ্রীর সঙ্গে ডিভোর্সের পর চাহাল যেন নতুন সম্পর্ক নিয়ে বেশ খুল্লমখুল্লা হয়েছেন।
advertisement
2/7
একদিকে চাহালের ডিভোর্স। অন্যদিকে, আরজে মাহভাশের জীবনও কিন্তু সুখের ছিল না। সম্প্রতি এক পডকাস্টে এসে মাহভাশ বলেছেন, যাঁর সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়েছিল, সেই ছেলে তাঁকে তিনবার ঠকিয়েছে। তিনি জানান, মাত্র ১৯ বছর বয়সে তাঁর বাগদান হয়ে গিয়েছিল। তবে বিয়ে ভাঙে তাঁর ২১ বছর বয়সে।
advertisement
3/7
আলীগড়ে বেড়ে ওঠা মাহভাশকে শেখানো হয়েছিল যে বিয়েই জীবনের চূড়ান্ত লক্ষ্য। সময়ের সাথে সাথে তিনি বুঝতে পেরেছিলেন যে তাকে সমাজের প্রত্যাশা থেকে দূরে সরে যেতে হবে এবং নিজের সুখকে অগ্রাধিকার দিতে হবে।
advertisement
4/7
মাহভাশ বলেন, বিয়ে ভেঙে যাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। সেই সময় অনেকে তাঁকে বাঁকা চোখে দেখা শুরু করে। তবে মাহভাশ বলেন, তিনি নিজেকে বোঝান, এভাবে চললে হবে না। নিজের জীবনে বড় কিছু করতে হবে।
advertisement
5/7
আরজে মাহভাশ তাঁর জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ের কথা স্মরণ করেছেন। তিনি বলেছেন, গুরুতর প্যানিক অ্যাটাক হত তাঁর। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। টেনশনে ইনজেকশন নিতে হয়েছে। সবটাই তাঁর বাগদত্তার কারণে ঘটে। সে প্রতারণা করে। বাবা-মাকে সেসব কথা বলতে পারেনি মাহভাশ। কারণ তিনি সেই ব্যক্তির সাথে বাগদানের জন্য তাদের সাথে লড়াই করেছিলেন।
advertisement
6/7
সেই ব্যক্তি তাঁকে তিনবার ঠকানোর পর মাহভাশ সিদ্ধান্ত নেন, তিনি বিয়ে ভেঙে দেবেন। প্রথমে সমাজের ভয়ে চুপ ছিলেন। তবে পর আত্মসম্মানের কথা ভেবে তিনি কঠিন সিদ্ধান্ত নেন।
advertisement
7/7
গত কয়েক মাস ধরে তাঁকে চাহালের পাশে দেখা যাচ্ছে। এখনও সেই সম্পর্ক নিয়ে কিছু বলেননি মাহভাশ। তবে হাবভাবে, পোস্টে তিনি বারবার বুঝিয়েছেন, চাহালের পাশে আছেন। এমনকী চাহালের প্রথম স্ত্রী ধনশ্রীকে উদ্দেশ্য করেও তিনি পোস্ট করেছেন।
বাংলা খবর/ছবি/খেলা/
ডিভোর্স হয়েছে, ৫ কোটি টাকা নিয়েছে প্রাক্তন স্ত্রী! চাহালের নতুন প্রেমিকার জীবনও সুখের নয়!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল