TRENDING:

বোনের বন্ধুকেই বিয়ে, বর্তমানে বিধায়কও হয়েছেন সেই স্ত্রী, আর স্বামী হলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার, জানেন কি এই জুটির মিষ্টি প্রেমের গল্প?

Last Updated:
Cricketers Love Story: এই জুটির প্রেমের গল্পটাও বেশ মিষ্টি। ২০১৬ সালে গাঁটছড়া বেঁধেছিলেন জাদেজা আর রিভাবা। কিন্তু কীভাবে হয়েছিল তাঁদের আলাপ? আসলে রিভাবা ছিলেন রবীন্দ্র জাদেজার বোনের বন্ধু। তবে একটি পার্টিতেই দু’জনের প্রথম আলাপ। আর প্রথম দর্শনেই রিভাবাকে মনে ধরেছিল জাদেজার।
advertisement
1/5
বোনের বন্ধুকেই বিয়ে, বর্তমানে বিধায়কও হয়েছেন সেই স্ত্রী, স্বামী হলেন তারকা ক্রিকেটার
ভারতীয় ক্রিকেট দলের বহু ক্রিকেট তারকার জীবনসঙ্গীই নানা ক্ষেত্রে নিজেদের প্রতিভার ঔজ্জ্বল্য ছড়িয়ে দিয়েছেন। যেমন - বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা একজন অভিনেত্রী, সে কথা তো সকলেরই জানা। আবার অন্য দিকে অধিনায়ক রোহিত শর্মার স্ত্রী রীতিকা সজদেহ আবার স্পোর্টস ম্যানেজারের দায়িত্ব সামলান। ঠিক একই ভাবে আর এক ক্রিকেট তারকা রবীন্দ্র জাদেজার স্ত্রী-ও কিন্তু নিজের কাজের জন্য বেশ বিখ্যাত। অনেকেই হয়তো জানেন না যে, জাদেজা-পত্নী অত্যন্ত উচ্চপদে আসীন।
advertisement
2/5
বলা ভাল, লক্ষ লক্ষ মানুষের প্রতিনিধি তিনি! আসলে রবীন্দ্র জাদেজার স্ত্রী একজন বিধায়ক। আর তাঁর নাম হল রিভাবা।
advertisement
3/5
অবশ্য এই জুটির প্রেমের গল্পটাও বেশ মিষ্টি। ২০১৬ সালে গাঁটছড়া বেঁধেছিলেন জাদেজা আর রিভাবা। কিন্তু কীভাবে হয়েছিল তাঁদের আলাপ? আসলে রিভাবা ছিলেন রবীন্দ্র জাদেজার বোনের বন্ধু। তবে একটি পার্টিতেই দুজনের প্রথম আলাপ। আর প্রথম দর্শনেই রিভাবাকে মনে ধরেছিল জাদেজার। নিজের বোনকে এ কথা জানিয়েওছিলেন ক্রিকেট তারকা। তারপর বোনই দায়িত্ব নিয়ে জাদেজার প্রেমের গাড়িকে যেন এগিয়ে দিয়েছিলেন। ফলে প্রেম জমতেও বেশিদিন লাগেনি। আর এর এক বছর পরেই সোজা বিয়ের পিঁড়িতে বসেছিলেন রবীন্দ্র জাদেজা আর রিভাবা।
advertisement
4/5
আসলে জাদেজার পরিবার চেয়েছিল যে, তাড়াতাড়ি বিয়ে করে থিতু হোক ঘরের ছেলে। সেই কারণে বিয়ের জন্য একপ্রকার প্রস্তুতই ছিলেন ওই ক্রিকেট তারকা। বলে রাখা ভাল যে, রিভাবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সঙ্গে যুক্ত। জামনগর নর্থ থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন জাদেজা-পত্নী। ২০২৪-এর নির্বাচন থেকেই বিধায়কত্ব পেয়েছেন তিনি। তবে নিজের এত বড় কাজের দায়িত্ব সামলেও বহু বারই তাঁকে স্টেডিয়ামের গ্যালারিতে দাঁড়িয়ে স্বামীর হয়ে গলা ফাটাতে দেখা গিয়েছে।
advertisement
5/5
এদিকে, ক্রিকেট দুনিয়ায় রবীন্দ্র জাদেজার অবদানও অপরিসীম। আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০টিরও বেশি উইকেট রয়েছে জাদেজার ঝুলিতে। ৩৫৮টি ম্যাচের ৪১৭টি ইনিংসে তিনি নিয়েছেন ৬০৮টি উইকেট। এর ফলে তাঁর গড় হচ্ছে ২৮। তবে তাঁরা সেরা কৃতিত্ব হল, মাত্র ৪২ রান দিয়ে ৭ উইকেট নেওয়া। আবার ২০ বার ৪টি উইকেট এবং ১৭ বার ৫টি উইকেট নিয়েছেন জাদেজা। আর টি২০ বিশ্বকাপ ২০২৫ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারতের জয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রবীন্দ্র জাদেজা।
বাংলা খবর/ছবি/খেলা/
বোনের বন্ধুকেই বিয়ে, বর্তমানে বিধায়কও হয়েছেন সেই স্ত্রী, আর স্বামী হলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার, জানেন কি এই জুটির মিষ্টি প্রেমের গল্প?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল