কেকেআরে আসছেন কে? রিকি পন্টিং, জ্যাক কালিস নাকি সাঙ্গাকারা? বড় আপডেট
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
KKR mentor- গম্ভীরের পর কেকেআরে কে হবে পরবর্তী মেন্টর! এই নিয়ে এখন অনেকের মনেই প্রশ্ন। বিশেষ করে কেকেআর ভক্তরা তো সেই নাম জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে আপাতত সাঙ্গাকারার আর কোনও সুযোগ নেই।
advertisement
1/6

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, কেকেআর চারজনের সঙ্গে কথা বলছিল। তার মধ্য়ে তিন জন বিদেশি। আর তিনজনই ক্রিকেটের কিংবদন্তি। এতদিনে প্রায় সবাই সেই তিনটি নাম জেনে ফেলেছেন।
advertisement
2/6
রিকি পন্টিং, জ্যাক কালিস ও কুমার সাঙ্গাকারার সঙ্গে কথা চলছিল কেকেআর ম্যানেজমেন্টের। তবে তাঁদের মধ্যে একজনকে আর পাওয়া হচ্ছে না কেকেআরের।
advertisement
3/6
গম্ভীরের পর কেকেআরে কে হবে পরবর্তী মেন্টর! এই নিয়ে এখন অনেকের মনেই প্রশ্ন। বিশেষ করে কেকেআর ভক্তরা তো সেই নাম জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে আপাতত সাঙ্গাকারার আর কোনও সুযোগ নেই।
advertisement
4/6
২০২১ সাল থেকে রাজস্থান রয়্যালসের ডাইরেক্টর অফ ক্রিকেট পদে আছেন কুমার সাঙ্গাকারা। তিনি আপাতত রাজস্থানেই থাকছেন। সে কথা এবার জানিয়ে দিল ফ্র্যাঞ্চাইজি।
advertisement
5/6
রাহুল দ্রাবিড় আবার ফিরেছেন রাজস্থানে। এবার কোচ হয়ে। তার পরই রাজস্থান ঘোষণা করে দিয়েছে, এবার দ্রাবিড় ও সাঙ্গাকারর জুটি জমজমাট হবে।
advertisement
6/6
তবে এখনও জ্যাক কালিস ও রিকি পন্টিংয়ের নাম কিন্তু রয়েছে। এই ২জনের মধ্যে যে কোনও একজনের কেকেআর মেন্টর হওয়ার সম্ভাবনা প্রবল।