Pv Sindhu Wins Syed Modi International Tournament: আন্তর্জাতিক টুর্নামেন্টে পদক জয় পিভি সিন্ধুর, দেশকে গর্বিত করলেন আরও একবার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Pv Sindhu Wins Syed Modi International Tournament: নেতাজির জন্মদিনে আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করলেন পিভি সিন্ধু।
advertisement
1/5

নতুন বছরে প্রথম খেতাব পিভি সিন্ধুর। হায়দরাবাদের শাটলার জিতলেন সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। সিন্ধু যা ছন্দে ছিলেন তাতে তিনিই যে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হবে, সেটা অনেকেই আন্দাজ করেছিলেন। বাস্তবে হলও তাই।
advertisement
2/5
জায়ান্ট কিলার মালবিকা বাঁসোড়েকে ফাইনালে হারালেন সিন্ধু। সেমিফাইনালে রাশিয়ান এভজেনিয়া কোসেৎস্কায়ার বিরুদ্ধে দুরন্ত জয়ের পরই আত্মবিশ্বাসে টগমগ করছিলেন সিন্ধু। ফাইনালে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেও একইরকম দাপট নিয়ে খেললেন তিনি।
advertisement
3/5
২১-১৩, ২১-১৬-তে এদিন ফাইনালে জিতলে ভারতীয় শাটলার। আরও একবার আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জবল করলেন সিন্ধু।
advertisement
4/5
গত কয়েকটি টুর্নামেন্টে বারবার খেতাবের কাছে গিয়েও চ্যাম্পিয়ন হতে পারছিলেন না সিন্ধু। তবে নতুন বছরের শুরুতে তিনি যেন আবার পুরনো ছন্দে ফিরলেন।
advertisement
5/5
অলিম্পিক্সে ২ বার পদক জয়ের পাশাপাশি একাধিক আন্তর্জাতিক টুর্নামেন্টে খেতাব জিতেছেন সিন্ধু। সৈয়দ মোদি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে সিন্ধুই ছিলেন চ্যাম্পিয়ম হওয়ার অন্যতম দাবিদার।