Tokyo Olympics 2021: একজন ৬৬-তে অলিম্পিকে, আরেকজনের বয়স ১২, এই দুজন এবার মূল আকর্ষণ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
বয়স সংখ্যামাত্র। সেটাই যেন এবার টোকিও অলিম্পিকে নেমে প্রমাণ করে দেবেন এই দুই অ্যাথলিট।
advertisement
1/5

সাত নম্বর অলিম্পিকে নামবেন তিনি। বয়স এখন ৬৬। নাতি-নাতনিরা তাঁকে দেখবেন। এবার অলিম্পিকের সব থেকে বয়স্ক অ্যাথলিট অস্ট্রেলিয়ার মেরি অ্যানা। তিনি ঘোড়সওয়ার হিসাবে টোকিও অলিম্পিকে নামবেন। অলিম্পিক ইতিহাসের দ্বিতীয় বয়স্ক অ্যাথলিট তিনি।
advertisement
2/5
হেন্ড জাজা সিরিয়ার টেবিল টেনিস খেলোয়াড়। বয়স মাত্র ১২। এবার টোকিও অলিম্পিকে হেন্ড জাজাই সর্বকনিষ্ঠ অ্যাথলিট। এর আগে সিরিয়া থেকে কোনও অ্যাথলিট কখনও অলিম্পিকে টেবল টেনিস ইভেন্টে অংশ নেয়নি। হেন্ড জাজার নাম তাই ইহিতাসে লেখা থাকবে।
advertisement
3/5
৬২ বছর বয়সী অ্যান্ডিউ হয় এবারও অলিম্পিকে নামবেন। ঘোড়সওয়ার হিসাবে। এই নিয়ে আট নম্বর অলিম্পিকে দেখা যাবে তাঁকে।
advertisement
4/5
জাজার মতোই বয়স জাপানের কোকোনা হিরাকির। সে-ও এবার ১২ বছর বয়সেই অলিম্পিকে নামবে। স্কেটবোর্ডার হিসাবে নামবে কোকোনা।
advertisement
5/5
বয়স স্রেফ একটা সংখ্যা। সেটাই যেন প্রমাণ করে দিচ্ছেন মেরি অ্যানা, হেন্ড জাজার মতো ক্রীড়াবিদরা।