TRENDING:

ICC Cricket World Cup 2023 India vs Netherlands: বিশ্বকাপের আগে শেষ মহড়া, ডাচদের বিরুদ্ধেই কঠিন সিদ্ধান্ত নিতে হবে ভারতকে

Last Updated:
ODI World Cup 2023 India vs Netherlands Warm up match prediction: মঙ্গলবার বিশ্বকাপের আগে শেষ মগড়া ভারতীয় ক্রিকেট দলের। আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে ভারত। প্রথম প্রস্ততি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় নেদারল্যান্ডস ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
advertisement
1/8
ODI WC 2023: বিশ্বকাপের আগে শেষ মহড়া, কঠিন সিদ্ধান্ত নিতে হবে ভারতকে
মঙ্গলবার বিশ্বকাপের আগে শেষ মগড়া ভারতীয় ক্রিকেট দলের। আজ নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে ভারত। প্রথম প্রস্ততি ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ায় নেদারল্যান্ডস ম্যাচকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
advertisement
2/8
ডাচদের বিরুদ্ধে নামার আগে সোমবাপ তিরুবন্তপুরমে ভারতীয় দল ঐচ্ছিক অনুশীলন ছিল। ঐচ্ছিক অনুশীলন থাকলেও সেখানে পুরো দলের যেভাবে ঘাম ঝরিয়েছে তা বুঝিয়ে দিয়েছে 'বিশ্বযুদ্ধে'-নামার আগে নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ প্রস্তুতিটা সেরা নিতে চাইছে টিম ইন্ডিয়া।
advertisement
3/8
এ দিনের অনুশীলনে অধিনায়ক রোহিত শর্মা, শ্রেয়স আয়ার, মহম্মদ শামিকে দেখা যায়নি। তবে শুভমন গিল, সূর্যকুমার যাদব, যশপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা কড়া অনুশীলন করেন। শুভমন, সূর্য এবং কেএল রাহুলকে অনেক ক্ষণ বুমরা এবং মহম্মদ সিরাজের বোলিং সামলাতে দেখা গিয়েছে। অশ্বিন এবং জাডেজাও অনেক ক্ষণ বল করেছেন।
advertisement
4/8
২৮ সেপ্টেম্বর বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছে বিসিসিআই। শুধুমাত্র অক্ষর প্যাটেলের জায়গায় দলে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। মূল পর্বের ম্যাচে এত তারকার ভিড়ে বিশ্বকাপে প্রথম একাদশ বাছতে গিয়ে যে সমস্যায় পড়বেন রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা তা বলার অপেক্ষা রাখে না।
advertisement
5/8
নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে সব প্লেয়ারদের দেখে নিতে চাইবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ ভেস্তে যাওয়ায় আজকের ম্যাচ থেকেই টিম কম্বিনেশন ঠিক করে নিতে চাইবেন কোচ ও অধিনায়ক। ফলে সকল ক্রিকেটাররাই তৈরি প্রস্তুতি ম্যাচে নিজেদের সেরাটা দিতে।
advertisement
6/8
প্রস্তুতি ম্যাচ যেহেতু কোনও নিয়ম প্রযোজ্য হয় না। তাই দলের ১৫ জন প্লেয়ারকে ব্যাটিং, বোলিং করিয়ে দেখে নিতে চাইবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দলে লড়াই মূলত দুটি জায়গা নিয়ে। এক ব্যাটিং শ্রেয়স আইয়ার, ইশান কিশান ও সূর্যকুমার যাদবের মধ্যে একজন প্রথম এগারোতে জায়গা পাবে।
advertisement
7/8
অপরদিকে, বোলিংয়ে কাজটা আরও কঠিন রোহিত শর্মা, রাহুল দ্রাবিড়দের জন্য। কারণ, তিন পেসার না ঘরের মাঠে তিন স্পিনারে যাবে টিম ইন্ডিয়া সেটাই দেখার। জাদেজা-অশ্বিন-কুলদীপ খেললে বুমরার সঙ্গী হবেন শামি-সিরাজের মধ্যে একজন। তৃতীয় পেসার হিসেবে থাকছেন জাদেজা। আর শামি-সিরাজ-বুমরাহ প্রথম একাদশে খেললে হয়তো বাইরে বসতে হবে অশ্বিনকে।
advertisement
8/8
এক ঝলকে দেখে নিন বিশ্বকাপে ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল (উইকেটকিপার), ঈশান কিশান (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরা, মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব।
বাংলা খবর/ছবি/খেলা/
ICC Cricket World Cup 2023 India vs Netherlands: বিশ্বকাপের আগে শেষ মহড়া, ডাচদের বিরুদ্ধেই কঠিন সিদ্ধান্ত নিতে হবে ভারতকে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল