Players divorce: খেলোয়াড়দের যেন বিচ্ছেদের পালা চলছে! শুধু সাইনা-পারুপল্লি নয়, পর পর বিচ্ছেদ হয়েছে এসব তারকা জুটির
- Written by:Trending Desk
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Players divorce: ভক্তদের রীতিমতো চমকে দিয়ে সদ্যই নিজেদের আলাদা হয়ে যাওয়ার কথা প্রকাশ্যে এনেছেন প্রাক্তন অলিম্পিক পদকজয়ী সাইনা নেহওয়াল এবং ব্যাডমিন্টন তারকা পারুপল্লি কাশ্যপ। যেন পর পর বিচ্ছেদ চলছে।
advertisement
1/7

ভক্তদের রীতিমতো চমকে দিয়ে সদ্যই নিজেদের আলাদা হয়ে যাওয়ার কথা প্রকাশ্যে এনেছেন প্রাক্তন অলিম্পিক পদকজয়ী সাইনা নেহওয়াল এবং ব্যাডমিন্টন তারকা পারুপল্লি কাশ্যপ। বহু বছরের প্রেমের সম্পর্কে আবদ্ধ থাকার পরে ২০১৮ সালে গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। হায়দরাবাদের পুল্লেলা গোপীচাঁদ অ্যাকাডেমিতে একসঙ্গে প্রশিক্ষণ নিতে গিয়েই গড়ে উঠেছিল তাঁদের প্রেমের সম্পর্ক।
advertisement
2/7
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিচ্ছেদের কথা প্রকাশ্যে এনেছেন তাঁরা। আবার চলতি বছরের গোড়াতেই বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন ক্রীড়া জগতের আর এক তারকা দম্পতি যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী চাহালও। শুধু তা-ই নয়, সাম্প্রতিক অতীতে সংসার ভেঙেছে বেশ কিছু ভারতীয় তারকা খেলোয়াড়ের। দেখে নেওয়া যাক সেই তালিকা।
advertisement
3/7
শিখর ধওয়ান এবং আয়েশা মুখোপাধ্যায়: ২০১২ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন শিখর এবং আয়েশা। তবে লং ডিসট্যান্স রিলেশনশিপের কারণে ২০২৩ সালে তাঁদের সংসার ভেঙে যায়। বর্তমানে ভারতে থাকেন শিখর। এখানে থেকেই পুত্র জোরাবরের কো-পেরেন্টিং করেন ভারতীয় এই ক্রিকেট তারকা।মেরি কম এবং ওনলের কম: ২০০৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই যুগল। তাঁদের তিন সন্তানকে বড় করার পাশাপাশি বক্সিং দুনিয়ায় রাজত্ব করেছেন মেরি। নানা রকম জল্পনা সত্ত্বেও তাঁদের দাম্পত্য সম্পর্ক বেশ মজবুতই ছিল।
advertisement
4/7
সানিয়া মির্জা এবং শোয়েব মালিক:ক্রীড়া জগতের পাওয়ার কাপল ছিলেন সানিয়া আর শোয়েব। ২০১০ সালে গাঁটছড়া বেঁধেছিলেন তাঁরা। তবে ২০২৪ সালের গোড়ার দিকে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল তাঁদের। তবে এখন সিঙ্গেল মাদার হিসেবেই সন্তানকে বড় করে তুলছেন সানিয়া।
advertisement
5/7
হার্দিক পান্ডিয়া এবং নাতাশা স্ট্যানকোভিচ: ২০২০ সালে বিয়ের পিঁড়িতে বসেছিলেন হার্দিক-নাতাশা। এরপর তাঁদের কোল জুড়ে আসে পুত্রসন্তান অগস্ত্য। কিন্তু বহু জল্পনার পরে ২০২৪ সালে ভেঙে গিয়েছিল তাঁদের সংসার। তবে কো-পেরেন্টিংয়ের মাধ্যমে সন্তানকে বড় করছেন প্রাক্তন এই তারকা দম্পতি।
advertisement
6/7
যুজবেন্দ্র চাহাল এবং ধনশ্রী বর্মা:২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন যুজবেন্দ্র এবং ধনশ্রী। এরপর ২০২৩ সালে আবার একে অপরকে বিয়ে করেন। কিন্তু চলতি বছরের গোড়ার দিকে আনুষ্ঠানিক ভাবে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল তাঁদের। দুজনেই দুজনের জীবনে মুভ অন করে গিয়েছেন।
advertisement
7/7
সাইনা নেহওয়াল এবং পারুপল্লি কাশ্যপ: দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পরে ২০১৮ সালে সাতপাক ঘুরেছিলেন ব্যাডমিন্টন দুনিয়ার তারকা দম্পতি সাইনা আর পারুপল্লি কাশ্যপ। সম্প্রতি আলাদা হয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন তাঁরা। আকস্মিকভাবে তাঁদের এই ঘোষণা আসায় চমকে গিয়েছেন তাঁর ভক্তরাও। আপাতত মানসিক শান্তিকেই অগ্রাধিকার দিচ্ছেন প্রাক্তন এই দম্পতি।