Virat Kohli : গম্ভীর একা নন, রাঁচিতে বিরাট কোহলি আরও একজনকে পাত্তা দেননি! দেখেই মুখ ঘুরিয়ে নেন, একেই বলে প্রতিবাদ!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli : এদিকে কনরাডের পরেই যে ক্রিকেটার দাঁড়িয়ে ছিলেন, কোহলি কিন্তু তাঁর সঙ্গে হাত মেলান, রসিকতাও করেন। আসলে কনরাড টেস্ট সিরিজ জিতে খুবই খারাপ মন্তব্য করেছিলেন ভারতীয় দলকে নিয়ে। কোহলি তাঁর সেই কথার প্রতিবাদ করেন রাঁচিতে।
advertisement
1/7

রাঁচিতে সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন তিনি। বিরাট কোহলির সেঞ্চুরির দৌলতে সেই ম্যাচ জিতেছিল ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে ৮৩ নম্বর শতরান পূর্ণ করেছেন কোহলি। ওডিআই-তে ৫২ নম্বর। রাঁচিতে ১২০ বলে ১৩৫ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন কোহলি। তবে তাঁর সেই সেঞ্চুরির থেকেও এখন বেশি কথা হচ্ছে কোহলির প্রতিবাদ নিয়ে।
advertisement
2/7
কোচ গম্ভীর দলের তারকা নির্ভরতা কমাতে চান। টিমে অলরাউন্ডারের সংখ্য়া বাড়ানোর স্ট্র্যাটেজি নিয়েছেন তিনি। আর তাঁর এমন ট্রানজিশন নিয়ে এখন চারপাশে ব্যাপক সমালোচনা হচ্ছে।এরই মধ্যে কোহলি আর রোহিত দুর্দান্ত পারফর্ম করে দেখিয়ে দিলেন, কোচ যতই নিজের শাসন চালাতে চান দলে, এখনই গম্ভীরের ইচ্ছেপূরণ হচ্ছে না।
advertisement
3/7
কোহলির সেঞ্চুরি, রোহিতের হাফ-সেঞ্চুরি। তার পর গম্ভীর যেন চুপ হয়ে গিয়েছেন! এর মধ্যে কোহলির সঙ্গে গম্ভীরের সম্পর্কের অবনতি নিয়েও কথা হচ্ছে। জানা যাচ্ছে, দলে এখন থমথমে পরিবেশ। কোহলি ইচ্ছাকৃতভাবে গম্ভীরকে এড়িয়ে চলছেন।
advertisement
4/7
তবে অনেকেই জানেন না, রাঁচিতে কিন্তু কোহলি স্রেফ গম্ভীরকে এড়িয়ে যাননি, তিনি আরও একজনকে পাত্তাই দেননি। খেলা শেষ হওয়ার পর কোহলি সেই ব্যক্তির সঙ্গেও হাত মেলাননি। এমনকী মুখও ঘুরিয়ে নেন।
advertisement
5/7
সেই ব্যক্তি হলেন দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড। কোহলি খেলে উঠে বিপক্ষ দলের কোচকে দেখেই মুখ ঘুরিয়ে নেন। কোহলির অভিব্যক্তি দেখে কনরাডও আর তাঁর দিকে হাত বাড়ানোর সাহস দেখাননি।
advertisement
6/7
এদিকে কনরাডের পরেই যে ক্রিকেটার দাঁড়িয়ে ছিলেন, কোহলি কিন্তু তাঁর সঙ্গে হাত মেলান, রসিকতাও করেন। আসলে কনরাড টেস্ট সিরিজ জিতে খুবই খারাপ মন্তব্য করেছিলেন ভারতীয় দলকে নিয়ে। কোহলি তাঁর সেই কথার প্রতিবাদ করেন রাঁচিতে।
advertisement
7/7
টেস্ট সিরিজ জিতে ইংরেজিতে ‘গ্রোভেল’ শব্দ ব্যবহার করেছিলেন দক্ষিণ আফ্রিকার কোচ। শব্দটি বর্ণবিদ্বেষমূলক বলে সারা দুনিয়ায় পরিচিত। ভারতীয় দল এই নিয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া না দিলেও কোহলি নিজের মতো করে প্রতিবাদ জানালেন।