Virat Kohli: সৌরভ-ধোনি ধারেকাছে নেই! টেস্টে ভারতের সবথেকে সফল অধিনায়ক কোহলি!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Virat Kohli Test Retirement: বিরাট কোহলির অধিনায়কত্বে ভারত কোনও আইসিসি ট্রফি না জেতায় অনেক কটাক্ষের শিকার হতে হয়েছে কোহলিকে। কিন্তু পরিসংখ্যান বলছে ভারতের সবথেকে সফল টেস্ট অধিনায়ক তিনি।
advertisement
1/7

বিগত বেশ কয়েক দিন ধরেই চলছিল জল্পনা। অবশেষে সোমবার সকালে ভারতীয় ক্রিকেটে হল আরও এক যুগের অবসানষ টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বিরাট কোহলি। ২২ গজে রেখে গেলেন তাঁর অসংখ্য স্মরণীয় ইনিংসের স্মৃতি।
advertisement
2/7
শুধু ব্যাটসম্য়ান হিসেবে নয়, অধিনায়ক হিসেবেও কোহলির কৃতিত্ব কম কিছু নয়। তাঁর অধিনায়কত্বে ভারত কোনও আইসিসি ট্রফি না জেতায় অনেক কটাক্ষের শিকার হতে হয়েছে কোহলিকে। কিন্তু পরিসংখ্যান বলছে ভারতের সবথেকে সফল টেস্ট অধিনায়ক তিনি।
advertisement
3/7
কোহলির অধিনায়কত্বে টেস্ট ক্রিকেটে একপ্রকার রাজত্ব করেছে টিম ইন্ডিয়া। শুধু দেশে নয় ও বিদেশেও টেস্ট জয়ের নিরিখে এক নম্বরে ক্যাপ্টেন কোহলি। ভারতীয় টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয় রয়েছে কোহলটি ঝুলিতেই। তাঁর পিছনে রয়েছেন ধোনি, সৌরভ, আজহাররা।
advertisement
4/7
ভারত অধিনায়ক হিসেবে বিরাট কোহলি – ৬৮টি ম্যাচের ৪০টি জয়, ২৯টি হার। ধোনি – ৬০টি ম্যাচের ২৭টিতে জয়, ১৮টি হার। সৌরভ – ৪৯টি ম্যাচের ২১টিতে জয়, ১৩টি হার। আজহার – ৪৭টি ম্যাচের ১৪টিতে জয় ও ১৪টিতে হার।
advertisement
5/7
বিরাটের কাছে বিশ্বের সেরা টেস্ট অধিনায়ক হওয়ার সুযোগ ছিল। অধিনায়ক হিসেবে কোহলির থেকে বেশি টেস্ট জিতেছেন দক্ষিণ আফ্রিকার গ্রেম স্মিথ (৫১টি), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৪৮টি) এবং অস্ট্রেলিয়ার স্টিভ ওয়া (৪১)।
advertisement
6/7
অধিনায়ক হিসেবে বিরাট কোহলি ৬৮টি টেস্টে করেছেন ৫৮৬৪ রান। যার মধ্যে রয়েছে ২০টি শতরান। কোহলির ক্যাপ্টেন্সিতেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বার টেস্ট সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। প্রথম এশিয়ান অধিনায়ক হিসেবে সেঞ্চুরিয়নে ভারতকে জিতিয়েছেন কোহলি।
advertisement
7/7
না দেশগুলিতে ভারত অধিনায়ক হিসেবে সব থেকে বেশি জয় বিরাটের দখলে (২৩টেস্টের ১৩টিতে হার ও ৩টি ড্র)। বিদেশের মাটিতে ৩৬টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়ে তার মধ্যে ১৬টি টেস্টে জিতেছে কোহলি।