TRENDING:

অভিষেক বচ্চনের 'বর্তমান' প্রেমিকা! একসময় তারকা ক্রিকেটারের 'প্রাক্তন'! কে এই নিমরত?

Last Updated:
Abhishek Bacchan- জানা যায়, দশভি সিনেমায় অভিনয়ের সময় অভিষেক ও নিমরত কাছাকাছি আসেন। সেই সম্পর্কের জেরে এখন বচ্চন পরিবারে অশান্তিও চলছে বলে খবর।
advertisement
1/7
অভিষেক বচ্চনের 'বর্তমান' প্রেমিকা! তারকা ক্রিকেটারের 'প্রাক্তন'! কে এই নিমরত?
যা রটে তার কিছুটা কি বটে! বলা মুশকিল। অনেক সময় যা রটে তার হয়তো পুরোটাই বটে! এই যেমন অভিষেক বচ্চন আর নিমরত কউরের পরকীয়া সম্পর্কের ব্যাপারটা সত্যি বলে দাবি করছেন অনেকেই।
advertisement
2/7
১৯৮২ সালের মার্চ মাসে রাজস্থানে জন্ম নিমরতের। শিখ পরিবারে বেড়ে ওঠা। পড়াশোনা তাঁর দিল্লিতে। বাবা ছিলেন ভারতীয় সেনায় কর্মরত। ফলে অনুশাসন ও শৃঙ্খলা বরাবর তাঁর জীবনে ছিল। নিমরত পড়াশোনা শেষ করে মুম্বই চলে যান।
advertisement
3/7
২০১৩ সালে মু্ক্তি পাওয়া ‘দ্য লাঞ্চবক্স’ ছবিতে ইরফান খানের সঙ্গে অভিনয়। একটি জনপ্রিয় চকোলেটের বিজ্ঞাপনে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।
advertisement
4/7
এক দক্ষিণী তারকার সঙ্গে তিনি সম্পর্কে ছিলেন বলে শোনা যায়। তবে ২০১৮ সালে নিমরত কউরের নাম জড়ায় ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার রবি শাস্ত্রীর সঙ্গে। এক সংবাদমাধ্যম দাবি করে, তাঁরা নাকি ২ বছরের বেশি সময় ধরে সম্পর্কে ছিলেন।
advertisement
5/7
নিমরতের সঙ্গে সম্পর্ক নিয়ে রবি শাস্ত্রীকে ট্রোল হতে হয়। নিমরত অবশ্য বলেন, পুরোটাই মিথ্যে রটনা। তাঁর সঙ্গে রবি শাস্ত্রীর আলাপ হয়েছিল একটি অনুষ্ঠানে। তার পরই দুজনের কাছে আসা বলে জানা গিয়েছিল। তবে তাঁরা ব্যাপারটা বরাবর অস্বীকার করেছেন।
advertisement
6/7
জানা যায়, দশভি সিনেমায় অভিনয়ের সময় অভিষেক ও নিমরত কাছাকাছি আসেন। সেই সম্পর্কের জেরে এখন বচ্চন পরিবারে অশান্তিও চলছে বলে খবর। এর আগে নিমরত কউরের নাম জড়িয়েছে অক্ষয় কুমার, রানা দাগ্গুবাটির মতো তারকাদের সঙ্গেও।
advertisement
7/7
অনেকে আবার এমনও দাবি করছেন, নিমরত কউর অভিষেকের স্কুল জীবনের প্রেমিকা। কারণ নিমরতের মতো অভিষেকের স্কুল ছিল দিল্লিতে। তবে তাঁরা আলাদা স্কুলে পড়তেন। ফলে এই দাবি অনেকেই মানেন না।
বাংলা খবর/ছবি/খেলা/
অভিষেক বচ্চনের 'বর্তমান' প্রেমিকা! একসময় তারকা ক্রিকেটারের 'প্রাক্তন'! কে এই নিমরত?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল