রোজই শুনছেন নেইমার আসছেন ভারতে! কবে আসছেন ব্রাজিলিয়ান তারকা? জেনে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Neymar: কবে ভারতে আসছেন নেইমার? জেনে নিন তারিখ।
advertisement
1/6

গত কয়েকদিনে বারবার শুনছেন নেইমার আসছেন ভারতে। কবে আসছেন ব্রাজিলিয়ান তারকা! এতদিনে নিশ্চয়ই জেনে গিয়েছেন, AFC চ্য়াম্পিয়ন্স লিগে গ্রুপ D-তে ভারতের মুম্বই সিটি এফসির বিরুদ্ধে খেলবে সৌদি আরবের আল হিলাল। সেই ম্য়াচ খেলতে ভারতে আসতে পারেন নেইমার।
advertisement
2/6
সৌদি আরবের আল হিলালে যোগ দিয়েছেন নেইমার। গ্রুপ D-তে মুম্বই সিটি ছাড়াও রয়েছে নাসাজি মাজানদারান, আল হিলাল, নাভবাহোর নাভাগান।
advertisement
3/6
আল হিলালের বিরুদ্ধে মুম্বই সিটি এফসি খেলবে হোম ম্যাচ। এই ম্যাচ নিয়ে এখন গোটা দেশে আগ্রহ তুঙ্গে। বলাবাহুল্য নেইমারের জন্যই এই আগ্রহ।
advertisement
4/6
১৮ সেপ্টেম্বর AFC চ্যাম্পিয়ন্স লিগে প্রথম ম্যাচ মুম্বই সিটির। ইরানের নাসাজি মাজানদারানের বিরুদ্ধে খেলবে ভারতের ক্লাব। এর পরের ম্যাচ নভবাহোরের বিরুদ্ধে। সেটি হবে উজবেকিস্তানে।
advertisement
5/6
মুম্বই সিটি এফসির ক্রীড়াসূচি- ১৮ সেপ্টেম্বর: মু্ম্বই সিটি এফসি বনাম নাসাজি মাজানদারান- পুনে (সন্ধ্যে সাড়ে সাতটা) ৩ অক্টোবর: মু্ম্বই সিটি এফসি বনাম নাভবাহোর নামানগান- উজবেকিস্তান (সন্ধ্যে সাড়ে সাতটা)।
advertisement
6/6
২৩ অক্টোবর: মুম্বই সিটি এফসি বনাম আল হিলাল- সৌদি আরব (রাত সাড়ে ১১টা) ৬ নভেম্বর: মুম্বই সিটি এফসি বনাম আল হিলাল- পুনে (সন্ধ্যে সাড়ে সাতটা) ২৮ নভেম্বর: মুম্বই সিটি এফসি বনাম নাসাজি মাজানদারান- ইরান (সন্ধ্যে সাড়ে সাতটা ) ৪ ডিসেম্বর: মুম্বই সিটি এফসি বনাম নাভবাহোর নামানগান- পুনে (সন্ধ্যে সাড়ে ৯টা)।