Neeraj Chopra Nominated For Khel Ratna: খেল রত্নের জন্য মনোনিত নীরজ চোপড়া, অর্জুন পুরস্কারের জন্য ৩৫ জন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Major Dhyan Chand Khel Ratna: খেল রত্নের জন্য কাদের নাম মনোনিত হল দেখে নিন।
advertisement
1/5

ক্রীড়াক্ষেত্রে দেশের সর্বোচ্চ সম্মানের জন্য মনোনিত হলেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া। জ্যাভেলিন থ্রোয়ার নীরজ সমেত ১১ জনের নাম মেজর ধ্যানচাঁদ খেল রত্নের জন্য মনোনিত হয়েছে।
advertisement
2/5
নীরজ চোপড়া ছাড়াও লভলিনা বরগোহাঁই, সুনীল থেত্রী, পি আর শ্রীজেশ, মিতালি রাজ, রবি দাহিয়ার নাম মনোনিত হয়েছে খেল রত্নের জন্য।
advertisement
3/5
টোকিও প্যারামিম্পিক্সে দুটি পদকজয়ী ভারতের প্রথম মহিলা আ্যাথলিট অবনী লেখারার নামও মনোনিত হয়েছে খেল রত্নের জন্য। এছাড়া F64 জ্যাভেলিন থ্রো-তে সোনাজয়ী সুমিত আন্তিলের নামও রয়েছে।
advertisement
4/5
অর্জুন পুরস্কারের জন্য ৩৫ জন ক্রীড়াবিদের নাম মনোনিত করা হয়েছে। ২০২১ ক্রীড়াক্ষেত্রে ভারতকে অনেক সাফল্য এনে দিয়েছে। টোকিও অলিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটদের পারফরম্য়ান্স ছিল আগের থেকে ভাল।
advertisement
5/5
দেশের প্রথম ফুটবলার হিসাবে সুনীল ছেত্রীর নাম খেল রত্নের জন্য মনোনিত হয়েছে।