TRENDING:

Cricketer's Extramarital Affair: ১০ বছরের বিবাহিত স্ত্রী বাড়িতে, গাড়িতে বান্ধবীকে চুমু ক্রিকেটারের, তারপর সবই শেষ না শুরু!

Last Updated:
বিয়ের বাজারে ন্যাথান লিঁও-র দ্বিতীয় ইনিংস , নতুন বউয়ের ছবি শেয়ার করলেন ক্রিকেটার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে৷
advertisement
1/8
১০ বছরের বিবাহিত স্ত্রী বাড়িতে, গাড়িতে বান্ধবীকে চুমু ক্রিকেটারের, তারপর ...
#সিডনি:  ডানহাতি অফব্রেক বোলার ন্যাথান লিঁও নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে এম্মা ম্যাকার্থির সঙ্গে বিয়ের ছবি আপলোড করেছেন৷ এম্মা সাদা রঙের গাউন পরে বিয়ে করতে পৌঁছন৷ অন্যদিকে পাত্র ন্যাথান লিঁও কালো স্যুট এবং সাদা শার্ট পরে আসেন৷ Photo Courtesy-  (Instagram)
advertisement
2/8
ন্যাথান লিঁও ফটো ক্যাপশনে লিখেছেন, ‘‘মিস্টার এন্ড মিসেস’’৷ বিয়ের ফটো শেয়ার করার সঙ্গে সঙ্গে  লিঁওকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন মানুষজন৷ তাঁর সতীর্থ ক্রিকেটাররা এবং বর্তমান খেলোয়াড়রা সকলেই উইশ করছেন৷ শন অ্যাবোট,পিটার সিডল, অ্যালেক্স ক্যারি, ক্রিস গ্রিন, মিচেল স্বীপ্সন, ম্যাট রেনশো-র মতো ক্রিকেটাররা সামিল রয়েছেন৷ Photo Courtesy-  (Instagram)
advertisement
3/8
ন্যাথান লিঁও ২০২১বেন্ডিং ফিগরে বাগদানের ডায়মন্ড রিং নিয়ে ছবি দেখা গিয়েছিল৷ লিঁও এবং এম্মা ম্যাকার্থি ২০১৭ তে একে অপরকে ডেট করছেন৷ এম্মা মডেল এবং রিয়েল এস্টেট এজেন্ট৷ ন্যাথান লিঁও -র এটা দ্বিতীয় বিয়ে৷ এর আগের বউয়ের নাম মেল বারিং -র সঙ্গে হয়েছিল৷ যাঁর দুটো মেয়ে রয়েছে৷  Photo Courtesy-  (Instagram)
advertisement
4/8
ন্যাথান লিঁও এবং এম্মা ডিসেম্বর ২০২০  নিজের প্রথম ঘর ২.৫ মিলিয়ন ডলারে কিনেছিলেন৷ Photo Courtesy-  (Instagram)
advertisement
5/8
২০১৭ সালে ন্যাথান লিঁও একটি ছবি খুবই ভাইরাল হয়েছে৷ যাতে একটি গাড়িে এম্মাকে চুমু খেতে তাঁকে দেখা গিয়েছে৷ এই ফটো সামনে আসতে ন্যাথান লিঁও-র স্ত্রী খুবই ভেঙে পড়েছিলেন৷ তিনি ১০ বছরের বিয়ের সম্পর্ক ভেঙে দেন৷ Photo Courtesy-  (Instagram)
advertisement
6/8
 মিডিয়া রিপোর্ট অনুযায়ি এম্মা যখন ন্যাথান লিঁও -র সঙ্গে সম্পর্কে আসেন তখন অজি অলরাউন্ডার মিচেল মার্শের ডেট করবেন৷ Photo Courtesy-  (Instagram)
advertisement
7/8
ন্যাথান লিঁও বর্তমানে শ্রীলঙ্কাতে শেষ হওয়া টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া টেস্ট দলের অংশ৷ এই সফরে তিনি শানদার বোলিং করেছিলেন৷ লিঁও তিন ইনিংসে ১১ টি উইকেট তুলে নেন৷ তার মধ্যে প্রথম টেস্টের প্রথংম ইনিংসে পাঁচ উইকেটও রয়েছে৷  Photo Courtesy-  (Instagram)
advertisement
8/8
ন্যাথান লিঁও টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় ১০ নম্বরে রয়েছেন৷ তাঁর কারণে কপিল দেব  টপ টেন লিস্ট  থেকে বেরিয়ে গেছেন৷  ন্যাথান লিঁও এখনও অবধি ১১০ টি টেস্টে ৪৩৮ উইকেট নিয়েছেন৷ যাতে ২০ বার ৫ উইকেট নিয়েছেন৷ আর ১০ উইকেট  নিয়েছেন ৩ বার৷ Photo Courtesy-  (Instagram)ন্যাথান লিঁও টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় ১০ নম্বরে রয়েছেন৷ তাঁর কারণে কপিল দেব  টপ টেন লিস্ট  থেকে বেরিয়ে গেছেন৷  ন্যাথান লিঁও এখনও অবধি ১১০ টি টেস্টে ৪৩৮ উইকেট নিয়েছেন৷ যাতে ২০ বার ৫ উইকেট নিয়েছেন৷ আর ১০ উইকেট  নিয়েছেন ৩ বার৷ Photo Courtesy-  (Instagram)
বাংলা খবর/ছবি/খেলা/
Cricketer's Extramarital Affair: ১০ বছরের বিবাহিত স্ত্রী বাড়িতে, গাড়িতে বান্ধবীকে চুমু ক্রিকেটারের, তারপর সবই শেষ না শুরু!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল