MS Dhoni's Bikes: কোটি কোটি টাকার বাইক ধোনির গ্যারাজে! দেখুন কী কী মডেল রয়েছে
- Published by:Suman Majumder
Last Updated:
MS Dhoni's Bikes: ধোনির জীবনের প্রথম বাইক ছিল সেকেন্ড হ্যান্ড। এখন ক্যাপ্টেন কুল-এর কাছে কী কী বাইক আছে দেখুন!
advertisement
1/5

ধোনির বাইকের শখের কথা অনেকেরই জানা। তাঁর গ্যারাজে শোভা পায় এক সে এক মডেল। তর মধ্যে একটি কাওয়াসাকি নিনজা এইচ টু। ২০১৭ সালে এটি কিনেছিলেন ধোনি।
advertisement
2/5
ধোনির বাইক সংগ্রহে থাকা ভিন্টেজ মডেল নরটন জুবিলি ২৫০৷ ইনস্টাগ্রামে নিজের বাইকের একটি ছবি শেয়ার করেছিলেন তিনি। এটি 250cc ইঞ্জিন দ্বারা চালিত। এর দাম আড়াই লাখ থেকে শুরু।
advertisement
3/5
এমএস ধোনির বাইক সংগ্রহে রয়েছে ক্লাসিক মোটরসাইকেল। তার মধ্যে একটি হল BSA গোল্ডস্টার। এটি ছিল প্রথম ব্রিটিশ মোটরসাইকেলগুলির মধ্যে একটি যেটি ১০০ কিমি/ঘন্টার গতি তুলেছিল। এতে রয়েছে 500cc ইঞ্জিন।
advertisement
4/5
Confederate X132 Hellcat. এই দুর্লভ মডেলটি রয়েছে ধোনির কাছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই বাইকের একমাত্র গ্রাহক ধোনি।
advertisement
5/5
ধোনির একটি Kawasaki Ninja ZX-14R রয়েছে৷ এটি ফোর-সিলিন্ডার 1441 cc ইঞ্জিন দ্বারা চালিত। 197.39 Bhp শক্তি উৎপাদন করে এই ইঞ্জিন। এই মডেলের সর্বোচ্চ গতি ৩৩৫ কিমি/ঘন্টা।