Mohun Bagan Footballer's Hot Wife: আইএসএল মঞ্চে স্বামীর পাশে দাঁড়িয়ে নজর কাড়লেন শুভাশিসের প্রেগন্যান্ট স্ত্রী, জানেন কী করেন কস্তুরী, রইল ফটো
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Mohun Bagan Footballer's Hot Wife: মোহনবাগানের অধিনায়ক আইএসএলের ফাইনালের পর ফের একবার লাইমলাইটে তাঁর সুন্দরী স্ত্রী, স্বামীকে সমর্থণ করেন মাঠের লড়াইয়ে গ্যালারিতে থেকে....
advertisement
1/14

: মোহনবাগান আইএসএলে ঐতিহাসিক ডবল করেছে৷ আর তারই জন্য খুশির জোয়ারে সবুজ-মেরুণ শিবির এবং তাদের ফ্যানরাও৷ সেদিনের শনিবাসরীয় সন্ধ্যায় মাঠ আলো করে হাজির ছিলেন তাঁদের অর্ধাঙ্গিনীরাও৷ তবে সকলের চেয়ে নজর কাড়লেন শুভাশিস বসুর স্ত্রী৷ Photo Courtesy Instagram
advertisement
2/14
শুভাশিসের স্ত্রী কস্তরী ছেত্রী নিয়মিতই মাঠে হাজির থাকেন৷ ফুটবল ঘিরে তাঁর প্যাশন যেমন চোখে পড়ার মতো৷ তেমনিই তাঁর ফ্যাশনও সকলেরই নজর কাড়ে৷ Photo Courtesy Instagram
advertisement
3/14
কস্তুরী ছেত্রী ১৯৯২ -র ৩ অগাস্ট জন্মেছেন৷ Photo Courtesy Instagram
advertisement
4/14
৩৩ বছর বয়সী কস্তুরী অভিনেত্রী, পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুণ অ্যাকটিভ৷ Photo Courtesy Instagram
advertisement
5/14
তিনি মডেল হিসেবে তাঁর কেরিয়ার শুরু করেন, সেখান থেকে ধীরেধীরে অভিনয়ের দুনিয়ায় চলে আসেন৷ Photo Courtesy Instagram
advertisement
6/14
বলিউড কিছু ছবিতে যেমন অভিনয় করেছেন ঠিক তেমনিই ওয়েব সিরিজেও কাজ করেছেন৷ Photo Courtesy Instagram
advertisement
7/14
তাঁর প্রথম কাজ যার জন্য তাঁর নাম আগুনের গতিতে ছড়িয়ে পড়ে সেটা হল উল্লু ওয়েব সিরিজ (Ullu web series) চরম সুখ (Charmsukh)- করনা জরুরি হ্যায় (Karna Zaruri Hai) জন্যে৷ Photo Courtesy Instagram
advertisement
8/14
কস্তুরী অভিনয় করেছেন হোম সুইট হোম (২০১৯), প্লিজ ফাইন্ড অ্যাটাচড ২ (২০২০), মার্ডার মেরি জান (২০২২), ইঞ্জিনিয়ারিং গার্লস সিজন ২ (২০২১) এই সব প্রজেক্টেও৷ Photo Courtesy Instagram
advertisement
9/14
কস্তুরী শিলিগুড়ির মধ্যবিত্ত পরিবারের মেয়ে৷ তাঁর বাবা-র নাম গনেশ ছেত্রী৷ তিনি ব্যবসায়ী৷ Photo Courtesy Instagram
advertisement
10/14
তাঁর মায়ের নাম মায়া ছেত্রী৷ তিনি গৃহবধূ, অন্যদিকে কস্তুরীর এক বোন রয়েছে যাঁর নাম কেশাবী ছেত্রী৷ Photo Courtesy Instagram
advertisement
11/14
সোশ্যাল মিডিয়ায় কস্তুরী নিজের হট ফটোর পাশাপাশি নিজের ফিটনেস সংক্রান্ত ছবিও পোস্ট করেন৷ Photo Courtesy Instagram
advertisement
12/14
তিনি নাচ করতে পছন্দ করেন এটা তাঁকে ফিট থাকতেও সাহায্য করে৷ তিনি মাঝে মধ্যেই নিজের ওয়ার্কআউট রুটিনও শেয়ার করেন৷ Photo Courtesy Instagram
advertisement
13/14
কস্তুরীর স্বামী মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বসুর স্ত্রী৷ এবারের আইএসএলে মোহনবাগান দুরন্ত পারফরম্যান্সে ডবল করেছে অর্থাৎ তারা লিগ শিল্ড জিতেছে এবং আইএসএল ট্রফিও জিতেছে৷ আর সেই দুই সময়েই সেলিব্রেশন করতে দেখা গেছে শুভাশিসকে৷ Photo Courtesy Instagram
advertisement
14/14
এদিকে শনিবার বেঙ্গালুরু এফসি-র ম্যাচে শুভাশিসের একটি হ্যান্ডবল নিয়ে বিতর্কও হয়েছিল, তবে ম্যাচ শেষে চ্যাম্পিয়ন হওয়ার পর সেলিব্রেশনে শুভাশিসের সুন্দরী প্রেগন্যান্ট স্ত্রী- কস্তুরী সে সব উড়িয়ে দিয়ে মেতেছিলেন দুরন্ত সেলিব্রেশনে৷ Photo Courtesy Instagram