TRENDING:

Mohammed Siraj: বিশ্বের প্রথম বোলার হিসেবে 'এই' রেকর্ড গড়লেন মহম্মদ সিরাজ, গর্বিত গোটা দেশ

Last Updated:
Mohammed Siraj: ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে একদিকে প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং শুভমান গিল ২৬৯ রানের ইনিংস খেলে যেমন সকলের মন জয় করে নিয়েছেন, ঠিক তেমনই বোলিংয়ে সকলকে মুগ্ধ করেছেন মহম্মদ সিরাজ।
advertisement
1/7
Mohammed Siraj: বিশ্বের প্রথম বোলার হিসেবে 'এই' রেকর্ড গড়লেন মহম্মদ সিরাজ,গর্বিত গোটা দেশ
ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে একদিকে প্রথম ইনিংসে ভারতের ব্যাটিং শুভমান গিল ২৬৯ রানের ইনিংস খেলে যেমন সকলের মন জয় করে নিয়েছেন, ঠিক তেমনই বোলিংয়ে সকলকে মুগ্ধ করেছেন মহম্মদ সিরাজ।
advertisement
2/7
প্রথম ইনিংসে ভারতের পক্ষে মহম্মদ সিরাজ ধ্বংসাত্মক বোলিং করে ৭০ রান দিয়ে ৬ উইকেট নেন। ইংল্যান্ডের ব্যাটিং লাইন মহম্মদ সিরাজ ও আকাশ দীপ একাই ধসিয়ে দেয়।
advertisement
3/7
ভারতীয় বোলিংয়ে মহম্মদ সিরাজ ৬ উইকেট নিয়ে একাধিক রেকর্ড গড়েছেন। তবে এমন একটি কাজ করেছেন না নজির গড়েছেন মহম্মদ সিরাজ যা আজ পর্যন্ত কেউ করতে পারেননি।
advertisement
4/7
ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ইংল্যান্ডের হয়ে এজবাস্টনে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ছয়ে ব্যাট করতে নামেন। কিন্তু কোনও রান না করে প্রথম বলেই মহম্মদ সিরাজের দুরন্ত ডেলিভারিতে ঋষভ পন্থের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান।
advertisement
5/7
২০১৩ সালের ৫ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হওয়ার পর থেকে স্টোকস ১১৩টি টেস্টে ২০২ ইনিংসে মোট ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন। কিন্তু কোনও দিন প্রথম বলে আউট হননি। শুক্রবার ছিল প্রথমবার যখন তিনি প্রথম বলেই আউট হন। আর কৃতিত্ব করে দেখালেন মহম্মদ সিরাজ।
advertisement
6/7
এছাড়াও আরও একটি অনন্য রেকর্ড গড়েছেন সিরাজ। টেস্ট ক্রিকেটে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা—এই দুই কঠিন কন্ডিশনে ছয় বা ততোধিক উইকেট নেওয়া প্রথম ভারতীয় বোলার হয়ে উঠেছেন তিনি।
advertisement
7/7
সিরাজের এই ছয় উইকেটের কীর্তি তাকে জসপ্রীত বুমরাহর একটি অভিজাত রেকর্ডের সঙ্গে একই আসনে বসিয়েছে। সিরাজ এখন বুমরার পরে একমাত্র ভারতীয় বোলার যিনি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ম্যাচে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন।
বাংলা খবর/ছবি/খেলা/
Mohammed Siraj: বিশ্বের প্রথম বোলার হিসেবে 'এই' রেকর্ড গড়লেন মহম্মদ সিরাজ, গর্বিত গোটা দেশ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল