TRENDING:

ভালবেসে চিয়ার লিডারকে ঘরণী করেছিলেন তারকা ক্রিকেটার, কিন্তু চার বছরেই জীবনে নেমে এল অভিশাপ

Last Updated:
মহম্মদ শামি -র ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ - তাঁর জীবনে এল বড় অধ্যায়
advertisement
1/6
ভালবেসে চিয়ার লিডারকে ঘরণী করেছিলেন ক্রিকেটার, কিন্তু ৪ বছরেই জীবনে অন্ধকার
মুম্বই: টিম ইন্ডিয়ার স্টার পেসার ২০১৪ তে হাসিন জাহানের সঙ্গে বিয়ে করেছিলেন, দুজনের বিয়ে হয়েছিল ২০১৪ -র ৬ জুন৷ উত্তরপ্রদেশের মুজফরাবাদে হয়েছিল বিয়ে৷  দুজনের প্রেমের বিয়ে অবশ্য দীর্ঘদিন স্থায়ী হয়নি, মাত্র ৪ বছরই চলেছিল তাঁদের দাম্পত্য জীবন৷ হঠাৎ করেই তাঁদের জীবন খুব খারাপ জায়গায় পৌঁছে যায়৷
advertisement
2/6
হাসিন জাহান শামির বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে থাকার অভিযোগ করেন৷  হাসিন জাহান এখানেই থেমে থাকেননি তিনি ঘরোয়া হিংসার অভিযোগও আনেন৷ একের এক অভিযোগের তির ছুঁড়েছিলেন তাঁরা৷ পাশাপাশি নিজের স্বামী অর্থাৎ মহম্মদ শামির বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগও করেছিলেন তিনি৷
advertisement
3/6
এই কাহিনি অনেকেরই জানা হলেও হাসিন জাহানের পাস্ট হিস্ট্রি অবশ্য জানেন খুব হাতে গোনা মানুষজনই৷ সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ি হাসিন জাহান কেকেআরের চিয়ার লিডার ছিলেন৷ এছাড়া মডেলিং ও অভিনয়েও তাঁর আগ্রহ ছিল৷ শামি ও হাসিন জাহানের আলাপ ২০১২ সালে আইপিএল চলাকালীন হয়েছিল৷ ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ যাকে বলে সেইরকম ভাবে একেবারে প্রথম দর্শনেই সুন্দরী হাসিনের প্রেমে পড়েছিলেন মহম্মদ শামি৷
advertisement
4/6
২০১৫ সালে মহম্মদ শামি ও হাসিনের সন্তান হয়৷ এই সময় অবধি কোনও কিছুই ছিল না৷  কিন্তু ২০১৮-র  পর তাঁদের জীবনে নেমে আসে দুর্যোগের ঘনঘটা৷ একেবারে তছনছ হয়ে যার তাঁদের দাম্পত্য৷ হাসিন জাহান সমস্ত অভিযোগের পাশাপাশি শামির বিরুদ্ধে বয়স ভাঁড়িয়ে ক্রিকেট খেলার অভিযোগও তোলেন৷
advertisement
5/6
মহম্মদ শামি হাসিন জাহানের বিরুদ্ধেও বিভিন্ন লুকনো তথ্য সামনে এনেছিলেন৷ হাসিন জাহান মহম্মদ শামির থেকে বয়সে অনেকটা বড় ছিলেন৷ সংবাদ মাধ্যমে এই কথাই সামনে এসেছিল যে হাসিন জাহানের এটা দ্বিতীয় বিয়ে ছিল৷ প্রথম বিয়ে থেকে হাসিনের সন্তানও ছিল৷ কিন্তু এই খবরের কোনও সম্মতি কারোর পক্ষ থেকে আধিকারিকভাবে দেওয়া হয়নি৷
advertisement
6/6
মহম্মদ শামি, হাসিন জাহানকে প্রতি মাসে দেড় লক্ষ টাকা করে দেন৷ ২০১৮ থেকে দুজন আলাদা থাকেন৷ কোর্টের দেওয়া নির্দেশের ভিত্তিতে হাসিন জাহানকে ১.৩০ লক্ষ টাকা দেন৷ যার মধ্যে স্ত্রীকে দেন ৫০ হাজার টাকা আর মেয়ের জন্য খরচা দেন ৮০ হাজার টাকা৷
বাংলা খবর/ছবি/খেলা/
ভালবেসে চিয়ার লিডারকে ঘরণী করেছিলেন তারকা ক্রিকেটার, কিন্তু চার বছরেই জীবনে নেমে এল অভিশাপ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল