Mohammed Shami and Ajit Agarkar: বিস্ফোরক শামি, কলকাতায় রনজি খেলতে এসে নির্বাচকদের এক হাত নিলেন বঙ্গ স্পিডস্টার
- Published by:Debalina Datta
- news18 bangla
- Reported by: EERON ROY BARMAN
Last Updated:
Mohammed Shami and Ajit Agarkar: বেনজির শামি! সাধারণত মুখচোরা স্বভাবের বলেই সকলে জানে, কিন্তু দীর্ঘদিন ধরে দলে জায়গা না পাওয়ায় আর হারালেন নিয়ন্ত্রণ
advertisement
1/5

কলকাতা: কলকাতায় বাংলার হয়ে রনজি খেলতে এসেই বিস্ফোরক মহম্মদ শামি। ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক প্রধান অজিত আগরকরকে একহাত ভারতীয় পেসারের।
advertisement
2/5
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই জায়গা হচ্ছে না বাংলার এই পেসারের৷ এবার ব্রাত্য মহম্মদ শামি আর রাখঢাক না করেই নিজের জায়গা ফিরে পাওয়ার জন্য সওয়াল করলেন৷
advertisement
3/5
News18 Bangla-র প্রশ্নে বিস্ফোরক উত্তর শামির৷ তাঁর ফিটনেস প্রশ্নে তাঁর জাতীয় নির্বাচকদের অনাগ্রহের কথা জানিয়েছেন৷ তিনি বলেছেন, ‘‘আপডেট থাকতে গেলে আপডেট চাইতে হবে। আমার কাজ আপডেট দেওয়া নয়। এনসিএ-তে রিহ্যাবে ছিলাম।’’ Photo- File
advertisement
4/5
তিনি আরও বলেন, ‘‘সেখান থেকেও খবর পাওয়া যায়। আমি ফিট বলেই এখানে খেলতে এসেছি। চারদিনের ম্যাচ যখন খেলতে পারছি, তখন ৫০ ওভারও খেলার জন্য তৈরি।’’
advertisement
5/5
অস্ট্রেলিয়া সফরে বাদ পড়ায় নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরের উপর ক্ষোভ উগড়ে দিলেন মহম্মদ শামি। Input- Eeron Roy Burman