Ravindra Jadeja Wife: বিয়ে করেন বন্ধুর বোনকে! স্ত্রী এখন বিধায়ক, স্বামী ভারতীয় দলের তারকা ক্রিকেটার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ravindra Jadeja- রিভাবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। মূলত জাদেজার বাড়ির লোকজনের চাপেই তড়িঘড়ি বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। জামনগর নর্থ থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন জাদেজা-পত্নী।
advertisement
1/6

ভারতীয় দলের তারকা ক্রিকেটার তিনি। আর তাঁর স্ত্রী বিধায়ক। চেনেন নিশ্চয়ই এই জুটিকে! আজ ভারতীয় দলের এক ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাগদান হল। তাঁর স্ত্রী সাংসদ। ভারতীয় দলের তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজারও স্ত্রী কিন্তু রাজনীতিবিদ।
advertisement
2/6
রিভাবা ছিলেন রবীন্দ্র জাদেজার বোনের বন্ধু। একবার এক পার্টিতে দু’জনের প্রথম আলাপ। আর প্রথমবার দেখার পরই রিভাবাকে ভাল লেগে যায় জাদেজার। তার পর জাদেজা সে কথা বলেছিলেন বোনকে। আর সেই বোনই জাদেজার সঙ্গে রিভাবার সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে।
advertisement
3/6
রিভাবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। মূলত জাদেজার বাড়ির লোকজনের চাপেই তড়িঘড়ি বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। জামনগর নর্থ থেকে বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন জাদেজা-পত্নী। খুব কম সময়েই জাদেজার স্ত্রীকে মাঠে দেখা যায়।
advertisement
4/6
জাদেজা ৩৫৮টি ম্যাচের ৪১৭টি ইনিংসে তিনি নিয়েছেন ৬০৮টি উইকেট। টি২০ বিশ্বকাপ ২০২৫ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারতের জয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন রবীন্দ্র জাদেজা। টেস্টে দিনের পর দিন তিনি বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন।
advertisement
5/6
বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার জন্টি রোডস বলেছিলেন, তাঁর পর বিশ্ব ক্রিকেটে সেরা ফিল্ডার রবীন্দ্র জাদেজা। শর্ট হোক বা লং, যে কোনও পজিশনে দুর্দান্ত ফিল্ডিং করেন জাদেজা। আবার ব্যাট বা বল হাতেও দলের ভরসার মুখ হয়ে ওঠেন তিনি।
advertisement
6/6
মায়ের আচমকা মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন জাদেজা। একটা সময় হতাশায় ডুবে থাকতেন বলেও জানিয়েছিলেন তিনি। তবে এখন নিজেকে সামলে নিয়েছেন ভারতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার। স্ত্রী ও মেয়েকে নিয়ে তাঁর সুখের সংসার। তবে কিছুদিন আগে শোনা গিয়েছিল, বাবার সঙ্গে তাঁর সম্পর্কে কিছুটা তিক্ততা এসেছে।