IPL 2023: রূপের আগুনে উড়বে ঘুম, এবার আইপিএলে ১১ জন মহিলা অ্যাঙ্কার, খেলা দেখবেন না এদের
- Published by:Sudip Paul
Last Updated:
IPL 2023: ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৩। আইপিএলকে বরাবর ক্রিকেট ও গ্ল্যামারের ককটেল বলা হয়ে থাকে। এবারও আইপিএলে সঞ্চালনার জন্য থাকছে ১১ জন মহিলা অ্যাঙ্কার। চিনে নিন তাদের।
advertisement
1/11

আইপিএলের অন্যতম সুন্দরী এবং হটেস্ট অ্যাঙ্কার হলেন পল্লবী শারদা। তিনি একজন অভিনেত্রী, মডেল এবং অ্যাঙ্কার। শারদা ১৯৯০ সালের ৫ মার্চ অস্ট্রেলিয়ার পার্থে জন্মগ্রহণ করেন। এখন তার বয়স ৩০ বছর।বলিফডের একাধিক সিনেমায় অভিনয় করেছেন পল্লবী।
advertisement
2/11
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আরও একজন হটেস্ট অ্যাঙ্কর হলেন শিবানী দান্ডেকর। তিনি একজন ভারতীয় গায়ক, অভিনেত্রী, মডেল এবং অ্যাঙ্কর। শিবানী ২৭ আগস্ট ১৯৮০ সালে পুনে, মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেছিলেন। এখন তার বয়স ৪০ বছর।
advertisement
3/11
আইপিএলের আরও এক তারকা অ্যাঙ্কর সৌম্যা টন্ডন। তিনি একজন অভিনেত্রী, মডেল এবং হোস্ট। সৌম্যা ভারতের মধ্য প্রদেশের ভোপালে ১৯৮৪ সালের ৩ নভেম্বর জন্মগ্রহণ করেন। বর্তমানে এখন তার বয়স ৩৫ বছর।
advertisement
4/11
আইপিএলের গ্ল্যামার কুইন অ্যাঙ্কর করিশ্মা কোটক উত্তর-পশ্চিম লন্ডনের একজন অভিনেত্রী, মডেল এবং হোস্ট। তিনি ১৯৯৮ সালে ১৬ বছর বয়সে তার মডেলিং ক্যারিয়ার শুরু করেন। করিশ্মা ১৯৮১ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। আইপিএলে তাকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।
advertisement
5/11
রোশনি চোপড়া আইপিএলে দীর্ঘ বছর ধরে অ্যাঙ্কারিং করছেন। রোশনি চোপড়া একজন ভারতীয় অভিনেত্রী, টেলিভিশন উপস্থাপক, মডেল এবং অ্যাঙ্কর। তিনি ২ নভেম্বর ১৯৮০ সালে জন্মগ্রহণ করেন। তাঁর রূপও মুগ্ধ করে সকলকে।
advertisement
6/11
অ্যাঙ্কার হিসেবে এবার আইপিএল মাতাতে দেখা যাবে অর্চনা বিজয়াকে। তিনি একজন ভারতীয় মডেল, টেলিভিশন অভিনেত্রী এবং স্পোর্টস অ্যাঙ্কর। । বিজয়া ১৭ নভেম্বর ১৯৮২ সালে কলকাতায় জন্ম। তাঁর রুপ মুগ্ধ করে সকলকেই।
advertisement
7/11
সোনালি নাগরানি একজন ভারতীয় অভিনেত্রী, মডেল এবং টেলিভিশন হোস্ট। তিনি ভারতের দিল্লিতে ১৯৮৩ সালের ২০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। সোনালি ফেমিনা মিস ইন্ডিয়া ২০০৩ এবং মিস ইন্টারন্যাশনাল ২০০৩-এর প্রথম রানার-আপ হন।
advertisement
8/11
লেখা ওয়াশিংটন হলেন একজন ভারতীয় অভিনেত্রী, শিল্পী, ডিজাইনার এবং গীতিকার। তিনি ৯১৮২ সালের ৩০ এপ্রিল ভারতের তামিলনাড়ুর চেন্নাইতে জন্মগ্রহণ করেন। লেখার রুপ ও গুন সকলকেই মুগ্ধ করে।
advertisement
9/11
একজন গ্ল্যামার এবং হটেস্ট বিউটি কুইন রোচেল মারিয়া রাও একজন ভারতীয় অভিনেত্রী, মডেল এবং টেলিভিশন অ্যাঙ্কর। তিনি ২৫ নভেম্বর ১৯৮৮ সালে চেন্নাইয়ে জন্মগ্রহণ করেন। রাও একজন ২০১২ সালে মিস ইন্ডিয়া সাউথ, ফেমিনা মিস ইন্ডিয়ার প্রথম রানার্সআপ এবং বিজয়ী।
advertisement
10/11
আইপিএলে মহিলা সঞ্চালক মানেই যার কথা সবার আগে মনে আসে দর্শকদের তিনি হলেন মায়ান্তি ল্যাঙ্গার। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার স্টুয়ার্ট বিনির স্ত্রী তিনি। কিন্তু মায়ান্তির জনপ্রিয়তা তিনি নিজেই তৈরি করেছেন। মাঝে দুটি মরসুম সন্তান হওয়ার কারণে আইপিএলে সঞ্চালনা করতে দেখা যায়নি মায়ান্তিকে।
advertisement
11/11
স্পোর্টস অ্যাঙ্কর হিসেবে মন্দিরা বেদীর আলাদা করে কোনও পরিচয় দেওয়ার প্রয়োজন নেই। তিনি একজন অভিনেত্রী, মডেল, টেলিভিশন উপস্থাপক এবং ফ্যাশন ডিজাইনার।তিনি ১৫ এপ্রিল ১৯৭২ সালে কলকাতায় ভারতের জন্মগ্রহণ করেন। ক্রিকেট বিশ্বকাপেও হোস্ট করেছেন তিনি।