TRENDING:

Nikhat Zareen: মেরি কম জিজ্ঞাসা করেছিলেন ‘‘কে নিখাত জরিন?’’ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে উত্তর দিলেন...

Last Updated:
মেরি কমের ২০১৮ সালে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের পর এটা প্রথম সোনার পদক৷
advertisement
1/6
মেরি কম জিজ্ঞাসা করেছিলেন ‘‘কে নিখাত জরিন?’’ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে...
#নয়াদিল্লি : বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে সোনা জয় নিখাত জরিনের (Nikhat Zareen), শুনতে যতটা মধুর ততটা মধুর ছিল এই পর্যন্ত পৌঁছনোর পথ৷ ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে বক্সিং ফেডারেশন সিলেকশন ট্রায়াল বাতিল করে দিয়েছিল৷ দ্য বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া দাবি করেছিল মেরি কম ভারতের জন্য সবচেয়ে ভাল পদকের দাবিদার তাই তাঁকে পাঠানো হবে৷ সেই সময় নিখাত জরিন লিখিত কমপ্লেন করেছিলেন একটা স্বচ্ছ্ব ট্রায়ালের জন্য৷ সেই পরবর্তী সময়ের ট্রায়াল ম্যাচে নিখাত হেরেছিলেন৷ কিন্তু বিতর্ক ছিল এই ট্রায়ালকে ঘিরে, কারণ মেরিকম এই ট্রায়ালের আগে মন্তব্য করেছিলেন কে নিখাত জরিন৷ আজ মেরিকমের পরে ফের ভারতীয় মহিলা বক্সার হিসেবে প্রশ্নের উত্তর দিলেন কে তিনি?
advertisement
2/6
তেলেঙ্গানার দ্য নিজামাবাদে জন্মেছিলেন ভারতের সোনা জয়ী বক্সার৷ এর আগে বিশ্বচ্যাম্পিয়নশিপে (World Boxing Championships)রেকর্ড ৬ বার জিতেছিলেন৷ মেরি কম এই খেতাব জিতেছিলেন (২০০২, ২০০৫, ২০০৬, ২০০৮,২০১০, ২০১৯) সালে৷ এছাড়াও ভারতীয় মহিলা বক্সার যাঁরা পদক জিতেছিলেন তাঁরা সরিতা দেবী (২০০৬), জেনি আর এল (২০০৬), লেখা কেসি (২০০৬) তে৷
advertisement
3/6
মেরি কমের ২০১৮ সালে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের পর এটা প্রথম সোনার পদক৷ নিখাত এদিনের ম্যাচে শুরুতেই কিছু ধারালো পাঞ্চ দিয়ে শুরু করেন৷ আত্মবিশ্বাসী প্রতিপক্ষ জুতামাসের বিরুদ্ধে ওপেনিং তিন মিনিটেই আক্রমণাত্মক শুরু করেন৷
advertisement
4/6
এদিনের ম্যাচে তাঁর প্রতিপক্ষ খুবই আত্মবিশ্বাসী হয়ে এসেছিলেন৷ সেই ম্যাচে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নশিপ মেডেল জয়ী কাজকস্তানের জাহিনা শেকেরবেকোভাকে৷
advertisement
5/6
২৫ বছরের ভারতীয় অ্যাডভানটেনটেজ নিজের সেরা পারফরম্যান্স শুরু থেকেই দিতে শুরু করেন৷ এই বক্সারকে ২০১৯ থাইল্যান্ড ওপেন সেমিফাইনালে হারিয়েছিলেন সেখানে রুপোর মেডেল জিতেছিলেন৷
advertisement
6/6
নিখাত জরিন ৫২ কেজি বিভাগে সোনা জেতেন৷ থাইল্যান্ড জিতপঙ্গ জুতামাস ফ্লাইওয়েট ফাইনালে ইস্তাম্বুলে পদক জেতেন৷ এদিনের তাঁর খেলার ফল ৩০-২৭, ২৯-২৮, ২৯-২৮, ৩০-২৭, ২৯-২৮৷
বাংলা খবর/ছবি/খেলা/
Nikhat Zareen: মেরি কম জিজ্ঞাসা করেছিলেন ‘‘কে নিখাত জরিন?’’ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে উত্তর দিলেন...
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল