Nikhat Zareen: মেরি কম জিজ্ঞাসা করেছিলেন ‘‘কে নিখাত জরিন?’’ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতে উত্তর দিলেন...
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
মেরি কমের ২০১৮ সালে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের পর এটা প্রথম সোনার পদক৷
advertisement
1/6

#নয়াদিল্লি : বিশ্ব চ্যাম্পিয়নশিপের মঞ্চে সোনা জয় নিখাত জরিনের (Nikhat Zareen), শুনতে যতটা মধুর ততটা মধুর ছিল এই পর্যন্ত পৌঁছনোর পথ৷ ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে বক্সিং ফেডারেশন সিলেকশন ট্রায়াল বাতিল করে দিয়েছিল৷ দ্য বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া দাবি করেছিল মেরি কম ভারতের জন্য সবচেয়ে ভাল পদকের দাবিদার তাই তাঁকে পাঠানো হবে৷ সেই সময় নিখাত জরিন লিখিত কমপ্লেন করেছিলেন একটা স্বচ্ছ্ব ট্রায়ালের জন্য৷ সেই পরবর্তী সময়ের ট্রায়াল ম্যাচে নিখাত হেরেছিলেন৷ কিন্তু বিতর্ক ছিল এই ট্রায়ালকে ঘিরে, কারণ মেরিকম এই ট্রায়ালের আগে মন্তব্য করেছিলেন কে নিখাত জরিন৷ আজ মেরিকমের পরে ফের ভারতীয় মহিলা বক্সার হিসেবে প্রশ্নের উত্তর দিলেন কে তিনি?
advertisement
2/6
তেলেঙ্গানার দ্য নিজামাবাদে জন্মেছিলেন ভারতের সোনা জয়ী বক্সার৷ এর আগে বিশ্বচ্যাম্পিয়নশিপে (World Boxing Championships)রেকর্ড ৬ বার জিতেছিলেন৷ মেরি কম এই খেতাব জিতেছিলেন (২০০২, ২০০৫, ২০০৬, ২০০৮,২০১০, ২০১৯) সালে৷ এছাড়াও ভারতীয় মহিলা বক্সার যাঁরা পদক জিতেছিলেন তাঁরা সরিতা দেবী (২০০৬), জেনি আর এল (২০০৬), লেখা কেসি (২০০৬) তে৷
advertisement
3/6
মেরি কমের ২০১৮ সালে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের পর এটা প্রথম সোনার পদক৷ নিখাত এদিনের ম্যাচে শুরুতেই কিছু ধারালো পাঞ্চ দিয়ে শুরু করেন৷ আত্মবিশ্বাসী প্রতিপক্ষ জুতামাসের বিরুদ্ধে ওপেনিং তিন মিনিটেই আক্রমণাত্মক শুরু করেন৷
advertisement
4/6
এদিনের ম্যাচে তাঁর প্রতিপক্ষ খুবই আত্মবিশ্বাসী হয়ে এসেছিলেন৷ সেই ম্যাচে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নশিপ মেডেল জয়ী কাজকস্তানের জাহিনা শেকেরবেকোভাকে৷
advertisement
5/6
২৫ বছরের ভারতীয় অ্যাডভানটেনটেজ নিজের সেরা পারফরম্যান্স শুরু থেকেই দিতে শুরু করেন৷ এই বক্সারকে ২০১৯ থাইল্যান্ড ওপেন সেমিফাইনালে হারিয়েছিলেন সেখানে রুপোর মেডেল জিতেছিলেন৷
advertisement
6/6
নিখাত জরিন ৫২ কেজি বিভাগে সোনা জেতেন৷ থাইল্যান্ড জিতপঙ্গ জুতামাস ফ্লাইওয়েট ফাইনালে ইস্তাম্বুলে পদক জেতেন৷ এদিনের তাঁর খেলার ফল ৩০-২৭, ২৯-২৮, ২৯-২৮, ৩০-২৭, ২৯-২৮৷