KL Rahul Ignores Sanjiv Goenka: অপমান করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা! কেএল রাহুলের বদলা! IPL-এ 'ঠান্ডা হ্যান্ডশেক' ভাইরাল
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
আবার আমনে-সামনে কেএল রাহুল এবং সঞ্জীব গোয়েঙ্কা। আর এবারের সাক্ষাৎ মধুর হল না। মাঠ ছাড়ার সময় কেএল রাহুল তাকাননি গোয়েঙ্কার দিকে। প্রবল অনিহা নিয়ে শেষ পর্যন্ত হাত মেলান গোয়েঙ্কার সঙ্গে।
advertisement
1/6

কেএল রাহুল আর সঞ্জীব গোয়েঙ্কার ঝামেলার ভিডিও একটা সময় ভাইরাল হয়েছিল। সেই ভিডিও নিয়ে হইচই পড়েছিল। ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছিল, সঞ্জীব গোয়েঙ্কা সেদিন মাঠে দাঁড়িয়ে কেএল রাহুলকে ধমক দিয়েছিলেন।
advertisement
2/6
মাঠে সেই ঝামেলার পরও কেএল রাহুল খেলেছেন সঞ্জীব গোয়েঙ্কার লখনউতে। এর পর তাঁদের দুজনকে পরস্পরের সঙ্গে ভালভাবে কথা বলতে দেখা গিয়েছে। তবে সেই ঘটনা আরও একবার যেন মাটি খুঁড়ে উঠে এল!
advertisement
3/6
২০২২ থেকে ২০২৪ পর্যন্ত সঞ্জীব গোয়েঙ্কার দলের ক্যাপ্টেন ছিলেন রাহুল। তবে তাঁর স্লো স্ট্রাইক রেট শেষ পর্যন্ত পছন্দ ছিল না লখনউয়ের কর্তাদের। এখন তিনি খেলেন দিল্লি ক্যাপিটালসে। আর এবার পুরনো দলের বিরুদ্ধে জিতে উঠে যেন বদলা নিলেন রাহুল।
advertisement
4/6
এবার আবার আমনে-সামনে কেএল রাহুল এবং সঞ্জীব গোয়েঙ্কা। আর এবারের সাক্ষাৎ মধুর হল না। মাঠ ছাড়ার সময় কেএল রাহুল তাকাননি গোয়েঙ্কার দিকে। প্রবল অনিহা নিয়ে শেষ পর্যন্ত হাত মেলান গোয়েঙ্কার সঙ্গে।
advertisement
5/6
এমন ঘটনার পর ক্রিকেটার হনুমা বিহারী সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'কোল্ড হ্যান্ডশেক।' গত বছর সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারার পর গোয়েঙ্কা ধমক দিয়েছিলেন রাহুলকে। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়।
advertisement
6/6
কেএল রাহুল কি তা হলে এখনও রেগে আছেন গোয়েঙ্কার উপর! এদিনের ভিডিও দেখার পর নেটিজেনরা অন্তত তাই বলছেন। এদিন কেএল রাহুল পুরনো দলের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন। তার পর গোয়েঙ্কা তাঁকে কিছু একটা বলতে চাইছিলেন। তবে সেভাবে পাত্তা দেননি তিনি।