'এই' বোলারের জন্য হারল কেকেআর! উঠে গেল বড়সড় প্রশ্ন, সব টাকা জলে কলকাতার!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Mitchell Starc Flop in Ipl 2024: রাজস্থানের বিরুদ্ধে ৪ ওভার বোলিং করে ৫০ রান দিলেন মিচেল স্টার্ক। কোনও উইকেট পেলেন না তিনি। তাঁর এমন পারফরম্যান্সে চটলেন কেকেআর সমর্থকরা। অনেকে দাবি করলেন, মিচেল স্টার্ক ডেথ ওভারে প্রচুর রান দিচ্ছেন।
advertisement
1/7

২৪.৭৫ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল কেকেআর। আশা ছিল, তিনি এবার কলকাতাকে চ্যাম্পিয়ন করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন। কিন্তু বাস্তবে হল ঠিক তার উল্টো।
advertisement
2/7
রাজস্থানের বিরুদ্ধে কলকাতার হারে সমর্থকদের মন খারাপ। এত রান করেও ম্যাচটা হারতে হবে, এমনটা ভাবেননি কলকাতার লাখ লাখ সমর্থক। আর হারের জন্য অনেক সমর্থক এবার মিচেল স্টার্ককে দায়ী করছেন।
advertisement
3/7
রাজস্থানের বিরুদ্ধে ৪ ওভার বোলিং করে ৫০ রান দিলেন স্টার্ক। কোনও উইকেট পেলেন না। তাঁর এমন পারফরম্যান্সে চটলেন কেকেআর সমর্থকরা।
advertisement
4/7
স্টার্ক ছাড়া কেকেআর স্কোয়াডে বিদেশী পেসার হিসেবে রয়েছেন শ্রীলঙ্কার দুষ্মান্তা চামিরা। সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে তৈরি তিনিও। তবে কেকেআর ম্যানেজমেন্ট স্টার্ককে বসাতে রাজি নয়।
advertisement
5/7
ডেথ ওভারে অতিরিক্ত রান দিচ্ছেন স্টার্ক। সমর্থকদের একাংশ তেমনটাই দাবি করছেন। রাজস্থানের বিরুদ্ধে এক ওভারেই ১৮ রান দেন।
advertisement
6/7
রাজস্থানের বিরুদ্ধে একটি মাত্র রান আউট ছাড়া আর তেমন কিছুই করতে পারেননি স্টার্ক। যদিও গত ম্যাচে তিনি তিন উইকেট পেয়েছিলেন।
advertisement
7/7
বৈভব অরোরা ও হর্ষিত রানা রাজস্থানের বিরুদ্ধে প্রচুর রান দেন। তবে তাঁদের ঝুলিতে উইকেট ছিল। স্টার্ক রান খরচ করে একটিও উইকেট তুলতে পারেননি।